পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনের মাঝে বিমানে করে কলকাতায় প্রশান্ত কিশোর ? তদন্ত কেন্দ্রের - Prashant Kishor

রাজ্য সরকারকে কোরোনা মোকাবিলায় পরামর্শ দিতে প্রশান্ত কিশোরকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কীভাবে কলকাতায় এসেছিলেন ? এই বিষয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্র ।

প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোর

By

Published : Apr 24, 2020, 9:13 PM IST

কলকাতা, 24 এপ্রিল : লকডাউন চলাকালীন দিল্লি থেকে বিমানে কলকাতা এসেছিলেন প্রশান্ত কিশোর । এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । আর এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে কেন্দ্র ।

কোরোনা মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে সংঘাত শুরু হয়েছে, সেই বিষয়ে রাজ্য সরকারকে সাহায্য করতে প্রশান্ত কিশোরকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, কীভাবে তিনি কলকাতায় এসেছিলেন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

অসামরিক বিমান মন্ত্রকের এক সিনিয়র আধিকারিক বলেন, "আমরা একটা তদন্ত শুরু করেছি । বিমানবন্দরকে খোঁজ নিয়ে জানাতে বলেছি যে প্রশান্ত কিশোর লকডাউনের নিয়ম অমান্য করে বিমানে চড়েছিলেন কিনা । বিমানবন্দরের কাছে তথ্যও চাওয়া হয়েছে ।"

তবে এই অভিযোগ মিথ্যা বলেই একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রশান্ত কিশোর । তিনি বলেন, "আমি 19 মার্চের পর কোনও বিমানবন্দরেই যাইনি । যদি কারও কাছে এর বিরুদ্ধে কোনও তথ্য থাকে, তাহলে সবার সামনে বিস্তারিতভাবে এই তথ্য তাদের দেওয়া উচিত ।" সূত্রের খবর, লকডাউন শুরুর কয়েকদিন আগে 19 মার্চ কলকাতা এসেছিলেন প্রশান্ত কিশোর। সেই সময় রাজ্য সরকারের সঙ্গে কয়েকটি বৈঠকও করেন তিনি ।

ডিরেক্টরেট জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশনের এক সিনিয়র আধিকারিক বলেন, "কলকাতা যায় এমন সমস্ত কার্গো বিমান সংস্থাগুলির সঙ্গে আমরা কথা বলেছি । তারা বিষয়টি অস্বীকার করেছে ।" 22 মার্চ থেকে আন্তর্জাতিক বিমান ও 25 মার্চ থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা বন্ধ করে দেয় ভারত সরকার । শুধুমাত্র কার্গো বিমান চালানোর অনুমতি থাকে । লকডাউনের মাঝে 347টি কার্গো বিমান চালানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details