কলকাতা, 18 ফেব্রুয়ারি:রাজ্যের নেতা-মন্ত্রীদের দুর্নীতির জন্য বাংলায় শিক্ষা এখন অশিক্ষায় পরিণত হয়েছে ৷ শনিবার এই ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ তাঁর আরও অভিযোগ, তৃণমূল আমলে বাংলার শিক্ষাক্ষেত্রো তোলাবাজি ও কাটমানির রাজত্ব চলছে (Dharmendra Pradhan on recruitment scam issue) ৷ রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে যে বড় দুর্নীতি ধরা পড়েছে, ধর্মেন্দ্র প্রধান বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এর তদন্ত করে সব খুঁজে বের করবে ও দোষীদের শাস্তি দেবে ৷"
কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে সিবিআই, ইডি'র মতো সংস্থাগুলি রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ঘটনার তদন্ত করছে ৷ ইতিমধ্যেই এই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি ৷ গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ আরও অনেকে ৷ এই প্রসঙ্গ টেনে এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, "আরও অনেক বড় নাম আসবে সিবিআই এর স্ক্যানারের নীচে, এখন এই দুর্নীতির সঙ্গে যুক্ত মিডলম্যানদের ধরা হচ্ছে ৷"