পশ্চিমবঙ্গ

west bengal

DGP Declines Howrah Assault Claim: পাঁচলা ও ডোমজুড়ে নারী নিগ্রহের ঘটনায় সত্যতা নেই, জানালেন ডিজি

By

Published : Jul 21, 2023, 8:11 PM IST

Panchla and Domjur Assaults on Women as Untrue: বিরোধী মহিলা প্রার্থীদের শারীরিক নির্যাতনের অভিযোগের কোনও সত্যতা নেই ৷ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ হাওড়া গ্রামীণের পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগও এর তদন্ত করেছে ৷ কিন্তু, তাতে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি ৷

DGP Trashes Howrah Assaults Claim ETV Bharat
DGP Trashes Howrah Assaults Claim

কলকাতা, 21 জুলাই: হাওড়ার পাঁচলা এবং ডোমজুড়ে পঞ্চায়েত নির্বাচনের দিন বিরোধী মহিলা প্রার্থীদের শারীরিক নির্যাতনের কোনও প্রমাণ বা সংশ্লিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি ৷ আজ ভবানী ভবন থেকে সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ সরকারের ফ্যাক্ট ফাইন্ডিং দল, রাজ্য পুলিশের গোয়েন্দা এবং হাওড়া গ্রামীণ পুলিশের তদন্তে এমন কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানালেন ডিজি ৷ উল্লেখ্য, বিজেপির তরফে হাওড়া গ্রামীণে তাদের মহিলা প্রার্থীদের উপর নির্যাতনের অভিযোগ করা হয় ৷ যা নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকও করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷

এ দিন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানান, পুলিশের কাছে এই সংক্রান্ত একটি ই-মেল এসেছিল ৷ পাশাপাশি, হাওড়ার গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে হাওড়ার পাঁচলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ৷ এই দুইয়ের ভিত্তিতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং হাওড়া গ্রামীণ পুলিশ তদন্ত শুরু করে ৷ যে জায়গায় মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ করা হয়েছিল ৷ সেখানে তদন্তে গিয়ে এমন কোনও তথ্যই নাকি পাওয়া যায়নি বলে জানান রাজ্য পুলিশের ডিজি ৷ তদন্তকারীরা সেখানে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন ভিডিয়ো ফুটেজ পরীক্ষা করে দেখেন ৷ কিন্তু এমন কোনও ঘটনা ঘটেনি বলে জানান ডিজি মনোজ মালব্য ৷

এমনকি যে ই-মেল আইডি থেকে তাঁদের কাছে অভিযোগ এসেছিল, সেই অভিযোগের সূত্র ধরে এক দম্পতির খোঁজ পায় পুলিশ ৷ তাঁদের সঙ্গে কথা বলেও অভিযোগের তদন্ত হয়েছে বলে জানান রাজ্য পুলিশের প্রধান ৷ তিনি বলেন, ‘‘ওই দম্পতির কাছে পুলিশের তরফে এও অনুরোধ করা হয়েছিল ৷ তাঁদের কাছে এই অভিযোগের ভিত্তিতে কোনও তথ্য বা প্রমাণ থাকলে, তা প্রকাশ্যে আনা হোক ৷ কিন্তু, তাঁরা এখনও পর্যন্ত কোনও তথ্য আমাদের দিতে পারেননি ৷ এমনকি তাঁরা ঘটনার দিন কোনও নিগ্রহের শিকার হয়ে থাকলে, কোনও জায়গা থেকে প্রাথমিক চিকিৎসা করিয়েছিলেন কিনা, তাও জানতে চায় পুলিশ ৷ কিন্তু, সেই সংক্রান্ত কোনও মেডিক্যাল রিপোর্ট বা নথি পুলিশকে দিতে পারেননি দম্পতি ৷’’

আরও পড়ুন:'মমতা নারী নির্যাতনকে ছোট ঘটনা বলেন', বাংলা নিয়ে বলতে গিয়ে চোখে জল লকেটের

রাজ্য পুলিশের গোয়েন্দা এবং হাওড়া গ্রামীণ পুলিশের বিশেষ দল ছাড়াও প্রশাসনের ফ্যাক্ট ফাইন্ডিং দল অভিযোগ পেয়ে পাঁচলা এবং ডোমজুড়ে যায় ৷ ডিজি জানিয়েছেন, সেই দলের হাতেও বিরোধী মহিলা প্রার্থীদের উপর নির্যাতনের কোনও তথ্য বা প্রমাণ পাননি সেই দলের সদস্যরা ৷ এমনকি সিসিটিভি ফুটেজ বা কোনও ভিডিয়ো পুলিশের হাতে আসেনি বলে জানিয়েছেন ডিজি ৷ পুলিশ প্রশাসনের এই সাংবাদিক বৈঠকের পর শাসক শিবিরের একাংশ, পুরো বিষয়টিকে কিছু ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চক্রান্ত বলে দাবি করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details