পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jamtara Gang : কলকাতা পুলিশের জালে 16 জন জামতাড়া গ্যাংয়ের সদস্য - Jamtara

খবর পেয়ে পুলিশ হানা দিয়েছিল কলকাতা সহ আশপাশের এলাকায় ৷ সেখান থেকেই ফের গ্রেফতার জামতাড়া গ্যাংয়ের সদস্যরা ৷

কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ

By

Published : Sep 2, 2021, 10:45 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : শহরে বসে ফের জালিয়াতির ছক কষছিল কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের সদস্যরা । কিন্তু এবার আর তাদের উদ্দেশ্য পূর্ণ হল না । খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর (Detective Department of Kolkata Police) কলকাতা-সহ আশপাশে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোট 16 জনকে গ্রেফতার করল । পুলিশের অভিযোগ এদের প্রত্যেকেই জামতাড়া গ্যাংয়ের সদস্য ।

আরও পড়ুন : Calcutta high court : ভাগাড় কাণ্ডে বনগাঁ নিম্ন আদালতের রায় খারিজ হাইকোর্টের

ধৃতরা প্রদীপ মণ্ডল, বিনোদ মণ্ডল, রীতেশ কুমার মণ্ডল, কমল মণ্ডল, উমেশ কুমার মণ্ডল, ইন্দ্রদেব মণ্ডল, অরুণ কুমার মণ্ডল, দিলীপ মণ্ডল, বিক্রম কুমার মণ্ডল, মনোহর মণ্ডল, জিতেন মণ্ডল, ধর্মেন্দ্র কুমার মণ্ডল, ছোটেলাল মণ্ডল, ঘনশ্যাম মণ্ডল, রাজেশ মণ্ডল, শৈলেন্দ্র মণ্ডল ৷

এই 16 জন মূলত ঝারখণ্ড, গিরিডি, ধানবাদের বাসিন্দা ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বহু ব্যাঙ্কের ভুয়ো পাশবই, ল্যাপটপ, মোবাইল, ভুয়ো মোবাইল সিম কার্ড-সহ একাধিক নথিপত্র ।

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, খবর পেয়ে কলকাতার একাধিক জায়গায় হানা দেয় গুন্ডা দমন শাখা, ব্যাঙ্ক জালিয়াতির দমন শাখার গোয়েন্দারা । এরপরেই দফায় দফায় তাদের গ্রেফতার করেছে পুলিশ । লালবাজার সূত্রের খবর গড়িয়াহাট, চাঁদনি চক, যাদবপুর-সহ একাধিক জায়গায় গা ঢাকা দিয়ে গোপনে কাজ সারছিল এই জ্যামতারা গ্যাংয়ের সদস্যরা । তাদের প্রত্যেককে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় গোয়েন্দারা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details