পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Metro on Lakshmi Puja: লক্ষ্মী পুজোর দিন চলবে 214টি মেট্রো - কলকাতা মেট্রোরেলের খবর

লক্ষ্মী পুজোর (Lakshmi Puja) দিন 214টি মেট্রো পরিষেবা চলবে । কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Service) কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়েছে ।

details of kolkata metro service on lakshmi puja day
লক্ষ্মী পুজোর দিন চলবে 214টি মেট্রো পরিষেবা

By

Published : Oct 18, 2021, 9:57 PM IST

কলকাতা, 18 অক্টোবর: লক্ষ্মী পুজোর (Lakshmi Puja) দিন চলবে 214টি মেট্রো পরিষেবা । আজ এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Service) কর্তৃপক্ষ। লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ 20 অক্টোবর নর্থ-সাউথ লাইনে সারাদিনে চলবে 214টি (107টি আপ ও 107টি ডাউন) মেট্রো পরিষেবা । সকাল 7.30টা থেকে রাত 10.30পর্যন্ত চলবে মেট্রো ।

লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ বুধবার মোট 214টির মধ্যে 151টি (75টি আপ ও 76টি ডাউন) পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, দিনের ব্যস্ত সময়ে অর্থাৎ সকাল 9টা থেকে বেলা 11.30টা পর্যন্ত আপ লাইনে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে 7 মিনিটের । ডাউন লাইনে সকাল 9.01 মিনিট থেকে বেলা 11.21 মিনিট পর্যন্ত দুটি পরিষেবার মধ্যে ব্যবধান থাকবে 7 মিনিটের ।

লক্ষ্মী পুজোর দিন চলবে 214টি মেট্রো পরিষেবা

ঠিক একই ভাবে সন্ধেবেলায় 4.40 মিনিট থেকে 7.28 মিনিট পর্যন্ত আপ লাইনে দুটি পরিষেবার ব্যবধান থাকবে 7 মিনিটের । আবার ডাউন লাইনে বিকেল 4.41 মিনিট থেকে রাত 8.04 মিনিট পর্যন্ত ডাউন লাইনে 7 মিনিটের ব্যবধানে দুটি ট্রেন চলবে ।

আরও পড়ুন:Nabanna: বাংলাদেশের অশান্তির আঁচ যেন বাংলায় না পড়ে, নবান্নের তরফে সতর্কবার্তা

দিনের প্রথম পরিষেবা:

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 07:30টায়
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7:30 মিনিটে
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7:30টায়
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7:30টায়

আরও পড়ুন:Rain : দফায় দফায় বৃষ্টিতে উপকূলে বাড়ছে দুর্যোগের আশঙ্কা, সতর্ক প্রশাসন

দিনের শেষ ট্রেন:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের শেষ ট্রেন ছাড়বে সন্ধে 9.18 মিনিটে
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের শেষ ট্রেন ছাড়বে রাত 9.20 টায়
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের শেষ ট্রেন ছাড়বে রাত 9.30 মিনিটে

ইস্ট-ওয়েস্ট মেট্রো ক্ষেত্রে সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি । যাত্রার সময় স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক ।

আরও পড়ুন :Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, দুর্যোগের ভ্রূকুটি লক্ষ্মীপুজোতেও

ABOUT THE AUTHOR

...view details