কলকাতা, 18 অক্টোবর: লক্ষ্মী পুজোর (Lakshmi Puja) দিন চলবে 214টি মেট্রো পরিষেবা । আজ এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Service) কর্তৃপক্ষ। লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ 20 অক্টোবর নর্থ-সাউথ লাইনে সারাদিনে চলবে 214টি (107টি আপ ও 107টি ডাউন) মেট্রো পরিষেবা । সকাল 7.30টা থেকে রাত 10.30পর্যন্ত চলবে মেট্রো ।
লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ বুধবার মোট 214টির মধ্যে 151টি (75টি আপ ও 76টি ডাউন) পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, দিনের ব্যস্ত সময়ে অর্থাৎ সকাল 9টা থেকে বেলা 11.30টা পর্যন্ত আপ লাইনে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে 7 মিনিটের । ডাউন লাইনে সকাল 9.01 মিনিট থেকে বেলা 11.21 মিনিট পর্যন্ত দুটি পরিষেবার মধ্যে ব্যবধান থাকবে 7 মিনিটের ।
ঠিক একই ভাবে সন্ধেবেলায় 4.40 মিনিট থেকে 7.28 মিনিট পর্যন্ত আপ লাইনে দুটি পরিষেবার ব্যবধান থাকবে 7 মিনিটের । আবার ডাউন লাইনে বিকেল 4.41 মিনিট থেকে রাত 8.04 মিনিট পর্যন্ত ডাউন লাইনে 7 মিনিটের ব্যবধানে দুটি ট্রেন চলবে ।
আরও পড়ুন:Nabanna: বাংলাদেশের অশান্তির আঁচ যেন বাংলায় না পড়ে, নবান্নের তরফে সতর্কবার্তা
দিনের প্রথম পরিষেবা: