কলকাতা, 26 জুলাই: বঙ্গ নিবাস তৈরির নকশা জমা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে ৷ মার্চের শেষে ওড়িশা সফরে গিয়ে পশ্চিমবঙ্গ থেকে পুরীতে যাওয়া পর্যটকদের জন্য গেস্ট হাউজ তৈরি করার কথা জানিয়েছিলেন মমতা ৷ নবান্ন সূত্রে খবর, মোট চারটি সংস্থার কাছ থেকে বঙ্গ নিবাস তৈরির নকশা চাওয়া হয়েছিল ৷ ঠিক হয়েছে, এর মধ্যে থেকে একটি নকশা বেছে পুরীতে গেস্ট হাউজ তৈরি করবে রাজ্য সরকার ৷ এখন মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় প্রশাসন ৷
সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই নিয়ে একটি বৈঠক করেন । তাতে উপস্থিত ছিলেন, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, পূর্ত মন্ত্রী পুলক রায় এবং পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য ৷ ছিলেন রাজ্যের আরও কয়েকজন মন্ত্রীও । পূর্ত সচিব জানান, ইতিমধ্যে পুরীতে 2 একর জমি চিহ্নিত হয়েছে ৷ সেই জমি মুখ্যমন্ত্রীরও পছন্দ হয়েছে ৷ সেখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গেস্ট হাউজ তৈরির কাজ শুরু হবে ৷ বাংলার সংস্কৃতি ও শিল্পকলার নিদর্শনও থাকবে সেখানে ৷ সেদিক থেকে এই গেস্ট হাউজের নকশা গুরুত্বপূর্ণ ৷