পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন ডেরেক ও' ব্রায়েন - রাষ্ট্রপতির সঙ্গে দেখা তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনের

BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরেই উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল । গতকাল রাজ্য BJP-র একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিল । আজ সকালে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং দলের তরফে যাবতীয় অভিযোগ তুলে ধরবেন তাঁর কাছে ।

derek
derek

By

Published : Jul 15, 2020, 10:49 AM IST

কলকাতা, 15 জুলাই : আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন । দলীয় প্রতিনিধি হিসেবে সকাল 11টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা তাঁর। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির কথা রাষ্ট্রপতিকে জানাবেন তিনি। রাজ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসা ছড়ানোর জন্য BJP-র বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে তৃণমূলের । গতকাল রাজ্য BJP-র একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিল । তারই পালটা তৃণমূলের এই পদক্ষেপ কি না সেই নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু রাজনৈতিক মহলে ।

হেমতাবাদে BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরেই উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল । বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহের বাঁ হাতের সঙ্গে দড়ি বাঁধা ছিল । মাটি থেকে কয়েক ইঞ্চিই উপরে ছিল । এইভাবে কোনও ব্যক্তি কেন আত্মহত্যা করবেন, সেই প্রশ্ন তুলেছে BJP । তাদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই ।

যদিও ময়নাতদন্তের রিপোর্ট ইঙ্গিত করছে আত্মহত্যাই এবং বিধায়কের পকেট থেকে পাওয়া গিয়েছে সুইসাইড নোটও । কিন্তু সেইসব যুক্তি মানতে নারাজ BJP । বিধায়কের মৃত্যুর বিরুদ্ধে সরব হয়েছে তারা । ময়নাতদন্তের রিপোর্ট 'সাজানো' বলে অভিযোগ করেছে । এমনকী সুইসাইড নোট মৃতের পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে বিতর্কিত মন্তব্য করেছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । যদিও তৃণমূলের তরফ থেকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে ।

গোটা ঘটনার তদন্তভার CID-র উপর । গতকাল রামনাথ কোবিন্দের কাছে অভিযোগ জানিয়েছেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তাঁর অভিযোগ, বাংলায় আইন-প্রশাসন নেই । তবে এই বিষয়ে ছেড়ে কথা বলবে না তৃণমূলও । পালটা রাষ্ট্রপতির কাছে BJP-র বিরুদ্ধে অভিযোগ জানাতে যাবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও' ব্রায়েন । সূত্রের খবর, ময়নাতদন্তের প্রতি অনাস্থা রেখে BJP আইনের ব্যবস্থার প্রতি অসৌজন্য দেখিয়েছে বলে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details