কলকাতা, 30 মে:বাইরন বিশ্বাসের দলবদল নিয়ে প্রদেশ কংগ্রেস তো বটেই, এমনকী কংগ্রেস হাইকমান্ডেরও রোষের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ তাদের তীব্র সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তাঁকে আবার পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় ক্ষেত্রে বিরোধী জোটের ঐক্যের কথা মাথায় রেখে সরাসরি রমেশের সমালোচনার পথে হাঁটেননি ৷ বরং তাঁর মন্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ৷ আর জাতীয় দলের মর্যাদা রক্ষার বাধ্যবাধকতার কথা তুলে ধরে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী ৷
নির্বাচনে জয়লাভের তিন মাসের মধ্যেই সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের দলবদল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ এই ঘটনায় কংগ্রেস-সহ রাজ্যের সব বিরোধী দল শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে ৷ মঙ্গলবার এই নিয়ে মুখ খুলেছে জাতীয় কংগ্রেসও ৷ জাতীয় কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ এই নিয়ে টুইট করে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে ৷
তিনি লিখেছেন, ঐতিহাসিক জয়ে কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার তিন মাস পর বাইরন বিশ্বাসকে লোভ দেখিয়ে নিয়ে গিয়েছে তৃণমূল । এটা সাগরদিঘি বিধানসভা এলাকার জনগণের ম্যান্ডেটের সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা । এর আগে গোয়া, মেঘালয়, ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যে এমনই চোরাচালানের ফলে বিরোধী ঐক্য শক্তিশালী হয়নি, শুধুমাত্র বিজেপির উদ্দেশ্য পূরণ হয়েছে ।
রমেশের এই টুইটের জবাব দিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ টুইটে ডেরেক লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন সত্ত্বেও দু সপ্তাহ আগে কংগ্রেসের বিবৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে ৷ কংগ্রেস বিরোধী ঐক্যে আস্থা ভঙ্গ করে গোলাপের তোড়া আশা করে ? তারপর আবার বলছে বিজেপিকে শক্তিশালী করার কথা? বড় হও ।"