পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Derek on Yogi: ‘ঠগী আদিত্যনাথ’ ! বিজ্ঞাপন বিতর্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন ডেরেক - maa flyover

ঠগী আদিত্যনাথ ! বিজ্ঞাপন বিতর্কে এই ভাষাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (Yogi Adityanath) আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)৷

derek o'brien slams yogi adityanath for his up ad, give comparison between bengal and up developement
ঠগী আদিত্যনাথ ! বিজ্ঞাপন বিতর্কে বাংলার এগিয়ে থাকার খতিয়ান ডেরেকের

By

Published : Sep 12, 2021, 5:36 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: যোগী নয়, ঠগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৷ উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের বিজ্ঞাপনে মা উড়ালপুরের ছবি থাকায়, এই ভাষাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একহাত নিল তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনের তোপ, বিজেপি জুমলা পার্টি ৷ তাঁর দাবি, এই বিজ্ঞাপনের দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের কথা স্বীকার করে নিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথ ৷ বাংলা ও উত্তরপ্রদেশের উন্নয়নের তুলনা টেনে বেশ কিছু তথ্যও তুলে ধরলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ৷

এ দিন সাংবাদিক সম্মেলনে প্রথমেই সংবাদপত্রের প্রথম পাতায় যোগী আদিত্যনাথের সেই বিতর্কিত বিজ্ঞাপনের ছবি দেখান ডেরেক ৷ সেখানে মা উড়ালপুলের ছবি ব্যবহার করার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষের সুরে অভিনন্দন জানান তিনি ৷ ডেরেক বলেন, "যোগীকে অভিনন্দন ৷ তিনি স্বীকার করে নিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বাংলায় দারুণ কাজ করছে ৷ বিধানসভা নির্বাচনের আগে তিনি অনেকগুলো মিছিলে রাজ্যে এসেছিলেন ৷ আর তখন তিনি বাংলার কাজের সমালোচনা করেছিলেন ৷ এখন তিনি বুঝেছেন যে, ডাবল ইঞ্জিন সরকারের ধারণা আরেকটা জুমলা ছাড়া আর কিছুই নয় ৷"

আরও পড়ুন: Yogi Adityanath Advt : যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার

বিদ্রুপ করে তৃণমূল সাংসদ যোগীকে এ ধরনের আরও বিজ্ঞাপন ছাপানোর পরামর্শ দেন ৷ সেগুলিতেও যাতে বাংলার উন্নয়নের ছবি তুলে ধরতে পারেন, সে জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তিনি কয়েকটি তথ্য দিয়ে রাখছেন বলে জানান ৷ বলেন, "উত্তরপ্রদেশ সরকারের এটা বুঝতে কিছুটা সময় লেগে গেল যে, বাংলায় উন্নয়নের জোয়ার বয়েছে ৷ তারা যাতে বাংলার প্রশস্তি করে আরও বিজ্ঞাপন দিতে পারে, সে জন্য কিছু তথ্য জানাই ৷ পরের বিজ্ঞাপনে সেগুলি দেখাবেন ৷"

আরও পড়ুন:Maa Flyover: যোগীর বিজ্ঞাপনের নিন্দায় তৃণমূল-বাম-কংগ্রেস, ভুল মানতে নারাজ বিজেপি !

এ দিন বাংলা ও উত্তরপ্রদেশের কাজের খতিয়ানের তুলনা দেন ডেরেক ৷ তিনি জানান, "গ্রামীণ রাস্তা নির্মাণে বাংলায় 2,058 কোটি টাকা খরচ হয়েছে ৷ আর উত্তরপ্রদেশে খরচ হয়েছে 950 কোটি টাকা ৷ অপর বিজ্ঞাপনে জানাতে পারেন, মমতার সরকার 2018-19 সালে 5100 কিলোমিটার গ্রামীণ রাস্তা করেছে ৷ আর উত্তরপ্রদেশে হয়েছে 1680 কিলোমিটার ৷ সারা ভারতের দুর্নীতির 0.2 শতাংশ হয় বাংলায় ৷ আর উত্তরপ্রদেশে হয় 3.2 শতাংশ ৷ 100 দিনের কাজে তফশিলি জাতির 97 হাজার মানুষ কাজ পান ৷ আর উত্তরপ্রদেশে এ ক্ষেত্রে 57 হাজার জন কাজ পান ৷ উত্তরপ্রদেশ এত বড় রাজ্য হওয়া সত্ত্বেও হাসপাতালের বেডের সংখ্যা সেখানে 57 হাজার ৷ আর বাংলায় 86 হাজার বেড রয়েছে ৷ তফশিলি জাতিদের বিরুদ্ধে অপরাধ বাংলায় 0.3 শতাংশ ৷ আর উত্তরপ্রদেশে তা 25 শতাংশ ৷ অর্থাৎ কলকাতা নিরাপদতম শহর ৷"

আরও পড়ুন:Bhabanipur By Election : ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা, সোমবার মনোনয়ন পেশ

এ দিন ডেরেক সঙ্গে সাংবাদিক সম্মেলনে ছিলেন তৃণমূল নেতা সমীর চক্রবর্তীও ৷ তিনি বলেন, "উত্তরপ্রদেশের উন্নয়নের কিছু খুঁজে না-পেয়ে বাংলার উন্নয়নের কথা তুলে ধরছেন যোগী ৷ তিনি বিধানসভা নির্বাচনের আগে বাংলায় যখন এসেছেন, মানুষ তাঁকে জবাব দিয়েছেন ৷ তিনি দেখলেন, তাঁর মেয়াদ প্রায় শেষ ৷ তাহলে উত্তরপ্রদেশের মানুষকে ভাঁওতা দেওয়ার জন্য মমতার রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরা যাক ৷ প্রথমে তাঁর নাম ছিল অজয় বিস্ত, তারপর হলেন যোগী আদিত্যনাথ ৷ আর এই ছবি ছাপার পর তিনি হলেন ঠগী আদিত্যনাথ ৷"

আরও পড়ুন :Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details