কলকাতা, 12 সেপ্টেম্বর: যোগী নয়, ঠগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৷ উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের বিজ্ঞাপনে মা উড়ালপুরের ছবি থাকায়, এই ভাষাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে একহাত নিল তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনের তোপ, বিজেপি জুমলা পার্টি ৷ তাঁর দাবি, এই বিজ্ঞাপনের দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের কথা স্বীকার করে নিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথ ৷ বাংলা ও উত্তরপ্রদেশের উন্নয়নের তুলনা টেনে বেশ কিছু তথ্যও তুলে ধরলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ৷
এ দিন সাংবাদিক সম্মেলনে প্রথমেই সংবাদপত্রের প্রথম পাতায় যোগী আদিত্যনাথের সেই বিতর্কিত বিজ্ঞাপনের ছবি দেখান ডেরেক ৷ সেখানে মা উড়ালপুলের ছবি ব্যবহার করার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষের সুরে অভিনন্দন জানান তিনি ৷ ডেরেক বলেন, "যোগীকে অভিনন্দন ৷ তিনি স্বীকার করে নিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বাংলায় দারুণ কাজ করছে ৷ বিধানসভা নির্বাচনের আগে তিনি অনেকগুলো মিছিলে রাজ্যে এসেছিলেন ৷ আর তখন তিনি বাংলার কাজের সমালোচনা করেছিলেন ৷ এখন তিনি বুঝেছেন যে, ডাবল ইঞ্জিন সরকারের ধারণা আরেকটা জুমলা ছাড়া আর কিছুই নয় ৷"
আরও পড়ুন: Yogi Adityanath Advt : যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে মা ফ্লাইওভার, তীব্র কটাক্ষ অভিষেক-মহুয়ার
বিদ্রুপ করে তৃণমূল সাংসদ যোগীকে এ ধরনের আরও বিজ্ঞাপন ছাপানোর পরামর্শ দেন ৷ সেগুলিতেও যাতে বাংলার উন্নয়নের ছবি তুলে ধরতে পারেন, সে জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তিনি কয়েকটি তথ্য দিয়ে রাখছেন বলে জানান ৷ বলেন, "উত্তরপ্রদেশ সরকারের এটা বুঝতে কিছুটা সময় লেগে গেল যে, বাংলায় উন্নয়নের জোয়ার বয়েছে ৷ তারা যাতে বাংলার প্রশস্তি করে আরও বিজ্ঞাপন দিতে পারে, সে জন্য কিছু তথ্য জানাই ৷ পরের বিজ্ঞাপনে সেগুলি দেখাবেন ৷"