নয়াদিল্লি, 25 মে: "একসময়ের একটা বিশাল জোট এখন অবলুপ্ত", লিখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ আর সমানতালে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চড়ছে দেশের রাজনৈতিক পারদ ৷ সেই প্রসঙ্গেই টুইট করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ৷ সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে দু'টি পর্বেই বিজেপির বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে ৷ এমনকী মোদি সরকার সংসদীয় রীতিনীতি মানছে না বলেও সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ এবার এই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট আসলে তারই যোগ্য জবাব বলে উল্লেখ করলেন সুবক্তা হিসেবে পরিচিত ডেরক ৷ এর আগে মহুয়া মৈত্রও এই বিষয়ে টুইট করেছেন ৷ উল্লেখ্য, 2023 সালের বাজেট অধিবেশন নির্ধারিত সময়ের আগেই মুলতুবি হয়ে যায় ৷
28 মে রবিবার, সাভারকর জয়ন্তীতে নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার কথা ৷ উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার এর বিরোধিতা করে তৃণমূল প্রথম এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দেয় ৷ এর পরদিন বুধবারই কংগ্রেস-সহ দেশের 19টি দল এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে একটি বিবৃতি জারি করেছে ৷