কলকাতা, 15 জুন: করোনাকালে টিকাকরণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের বড় ভরসা ছিল কো-উইন অ্যাপ । এবার সেখান থেকেই তথ্য ফাঁসের অভিযোগ উঠল । বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন । সরাসরি এই বিষয়টি নিয়ে লালবাজারের দ্বারস্থ হলেন তিনি ।
ডেরেকের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রকের তৈরি করা কো-উইন অ্যাপ থেকে টেলিগ্রামে ফাঁস হচ্ছে দেশবাসীর ব্যক্তিগত তথ্য ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপি, কারও তথ্যই এক্ষেত্রে সুরক্ষিত নয় । আর সে কারণেই বৃহস্পতিবার লালবাজারে সাইবার সেলে এফআইআর দায়ের করলেন তৃণমূল সাংসদ ।
প্রসঙ্গত, করোনা অতিমারীকালে টিকাকরণ অভিযানের সময় টিকা প্রদানের আগে আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল স্বাস্থ্য মন্ত্রকের তৈরি করা এই বিশেষ মোবাইল অ্যাপটিতে । টিকাকরণের পর এই মোবাইল অ্যাপ থেকেই দেওয়া হত শংসাপত্র । অভিযোগ উঠেছে জন্ম তারিখ থেকে শুরু করে পাসপোর্ট ডিটেলস, ফোন নম্বর সবকিছুই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে । প্রসঙ্গত কয়েকদিন আগে একই অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে । বৃহস্পতিবার সেই অভিযোগের থেকে আরও একধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নিয়ে এফআইআর দায়ের করা হল ।