কলকাতা, 13 জুলাই: রাজ্যে 355 ধারা জারি করার জন্য বার বার প্রকাশ্যে সওয়াল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পঞ্চায়েত ভোটের হিংসার পর সেই দাবি আরও জোড়াল ভাবে ধরা পড়েছে তাঁর গলায় ৷ এবার পালটা শুভেন্দুকেই হিংসার জন্য কাঠগড়ায় তুলল তৃণমূল ৷ তাঁর কথাকে সামনে রেখেই বৃহস্পতিবার তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে রাজ্যে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় ৷
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসা, হানাহানি, অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে ৷ ভোটের দিন হিংসার বলি হয়েছে প্রায় 20 জন ৷ ভোটের আগে থেকে শুরু হওয়া অশান্তি গণনার দিনও থামেনি ৷ চলছে ভোট পরবর্তী অশান্তিও ৷ আর তা নিয়েই ফের একবার রাজ্যে 355 ধারা জারির দাবি শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতার গলায় ৷ যদিও পালটা তৃণমূল শুভেন্দুর সেই ভিডিও প্রকাশ করে ঝাঁঝাল আক্রমণের পথে হেঁটেছে এদিন ৷ তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন টুইট করে সরাসরি প্রশ্ন তুলেছেন যে, বাংলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে হিংসার পিছনে আদতে কে ছিল ? এরপরই, তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকেই স্পষ্ট ইচ্ছাকৃতভাবে 355 ধারা জারি করার মতো পরিবেশ রাজ্যে তৈরি করার চেষ্টা হয়েছিল ৷