পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Derek-Abhishek Slam Shah: সন্ত্রাস সত্ত্বেও দারুণ ফল করেছে বিজেপি, দাবি শাহের; পালটা দিলেন ডেরেক-অভিষেক - পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফলাফল

সন্ত্রাসকে ছাপিয়েও পঞ্চায়েত নির্বাচনে দারুণ ফল করেছে বঙ্গ বিজেপি ৷ এই মর্মে টুইট করলেন অমিত শাহ ৷ পালটা তাঁকে কড়া আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷

ETV Bharat
শাহকে তুলোধনা অভিষেক ও ডেরেকের

By

Published : Jul 15, 2023, 7:20 AM IST

Updated : Jul 15, 2023, 8:49 AM IST

কলকাতা, 15 জুলাই: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দারুণ ফল করেছে। টুইটে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর এই টুইটের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। শাহকে কার্যত তুলোধনা করলেন তৃণমূলের এই দুই সাংসদ ৷ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফলাফল তুলে ধরে আক্রমণ করেন ৷ অন্যদিকে, রাজ্যসভার সাংসদ ডেরেক কটাক্ষ করে টুইটারে লেখেন, "আপনি মৃত কর্মীদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা না-জানিয়ে ভোটের ভুয়ো শতাংশ নিয়ে উল্লাস প্রকাশ করছেন ! আর কত নীচে নামবেন ?"

গতকাল সন্ধ্যায় বঙ্গ বিজেপির সাফল্য নিয়ে অমিত শাহ লেখেন, "পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে আটকাতে পারেনি ৷ বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে ৷ এই ফলাফলে প্রমাণিত হয়েছে যে বিজেপির উপর রাজ্যবাসীর আস্থা বেড়েছে ৷ এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের সমর্থন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে রয়েছে ৷ আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির ফল আরও ভালো হবে ৷"

এদিকে, এদিন সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন জখম তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন অভিষেক ৷ তিনি সেখান থেকেই সাংবাদিকদের জানান, গতবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভোটের হার ছিল 38 শতাংশ ৷ এবার তা কমে হয়েছে 22 শতাংশ ৷ তৃণমূল সাংসদ কারও নাম উল্লেখ না-করেই বলেন, "এক্ষেত্রে কেউ যদি মনে করেন, 38 শতাংশ থেকে 22 শতাংশ হওয়া মানে বেড়ে দ্বিগুণ হওয়া তাহলে এটা তাঁর নিজস্ব ব্যাপার ৷ এই অঙ্কেই যদি দেশ চলে, তাহলে বুঝুন কেমন চলছে দেশ !"

আরও পড়ুন: সমাজবিরোধীদের 'রক্ষাকবচ' দিচ্ছেন বিচারপতি ! অভিষেকের নিশানায় হাইকোর্ট

পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সাফল্য নিয়ে অভিষেক জানান, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভোট 48 শতাংশ থেকে বেড়ে 52 শতাংশ হয়েছে ৷ তাঁর চ্যালেঞ্জ, "লোকসভায় ভোটের এই হার 52 শতাংশ বেড়ে 56 শতাংশ হবে ৷"

Last Updated : Jul 15, 2023, 8:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details