কলকাতা, 15 জুলাই: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দারুণ ফল করেছে। টুইটে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর এই টুইটের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। শাহকে কার্যত তুলোধনা করলেন তৃণমূলের এই দুই সাংসদ ৷ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফলাফল তুলে ধরে আক্রমণ করেন ৷ অন্যদিকে, রাজ্যসভার সাংসদ ডেরেক কটাক্ষ করে টুইটারে লেখেন, "আপনি মৃত কর্মীদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা না-জানিয়ে ভোটের ভুয়ো শতাংশ নিয়ে উল্লাস প্রকাশ করছেন ! আর কত নীচে নামবেন ?"
গতকাল সন্ধ্যায় বঙ্গ বিজেপির সাফল্য নিয়ে অমিত শাহ লেখেন, "পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে আটকাতে পারেনি ৷ বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে ৷ এই ফলাফলে প্রমাণিত হয়েছে যে বিজেপির উপর রাজ্যবাসীর আস্থা বেড়েছে ৷ এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের সমর্থন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে রয়েছে ৷ আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির ফল আরও ভালো হবে ৷"