কলকাতা, 31 জুলাই : ডেঙ্গির আঁতুড়ঘরে পরিণত হয়েছে কলকাতার RG কর হাসপাতাল । ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন চার থেকে পাঁচ জন নার্স । হাসপাতাল চত্বরে যত্রতত্র জমা হয়েছে আবর্জনা স্তূপ । এই পরিস্থিতিতে হাসপাতাল চত্বর পরিদর্শনে এসে মেজাজ হারালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ । নিয়মিত সাফাই না হওয়ার কারণ জানতে চাইলেন হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারের কাছে । এর ফলে প্রিন্সিপাল শুদ্ধধন বটব্যাল ও সুপার মানস বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে । একই সঙ্গে দায়ি করেছেন পৌরনিগমের সাফাইকর্মীদেরও । পাশাপাশি শোকজ় করেন বোরো স্বাস্থ্য আধিকারিকেও ।
ডেঙ্গির 'আঁতুড়ঘর', RG কর হাসপাতাল পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ ডেপুটি মেয়রের - Deputy Mayor
অতীন ঘোষ বলেন, আবর্জনা পড়ে থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উচিত ছিল হায়ার অথোরিটিকে জানানো । পাশাপাশি 496-এ কেস করা । কিন্তু তা হাসাপাতাল তারা করেনি ।
![ডেঙ্গির 'আঁতুড়ঘর', RG কর হাসপাতাল পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ ডেপুটি মেয়রের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3999546-thumbnail-3x2-rg.jpg)
অতীন ঘোষ বলেন, আবর্জনা পড়ে থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উচিত ছিল হায়ার অথোরিটিকে জানানো । পাশাপাশি 496-এ কেস করা । কিন্তু তা হাসাপাতাল তারা করেনি । এপ্রিল মাস থেকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল নতুন টেন্ডার হচ্ছে । তারপর আবর্জনার স্তূপ সরানো হবে । কিন্তু জুলাই মাস শেষ হয়ে গেলেও তারা আবর্জনার স্তূপ সরিয়ে নিয়ে যায়নি । আবর্জনার কারণে যত্রতত্র মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে হাসপাতালে । প্রতি সপ্তাহের শুক্রবার যে মিটিং হয় তাতে কখনও জানানো হয়নি RG কর হাসাপাতালের পরিস্থিতি ভয়াবহ । অনেক আগেই হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারের সতর্ক হওয়া উচিত ছিল ।
দ্রুত হাসপাতাল চত্বরকে জঞ্জালমুক্ত করার নির্দেশ দেন অতীন ঘোষ । তিনি জানান, ডেঙ্গি হলে যে শুধু হাসপাতালেই সীমাবদ্ধ থাকবে তা না, এলাকার চারপাশের মানুষজনও আক্রান্ত হবেন । তাই হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি বোরো কর্মীদেরও দায়িত্ব নিতে হবে আবর্জনা মুক্ত রাখার ।