বিধাননগর, 8 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় । তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
কোরোনা আক্রান্ত বিধাননগরের ডেপুটি মেয়র - বিধাননগর পৌরনগম
গত শনিবার থেকেই তাঁর হালকা জ্বর ছিল । কোরোনা পরীক্ষা করার পর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।
গত সপ্তাহের শনিবার থেকেই তাঁর হালকা জ্বর ছিল । এরপর কোরোনা পরীক্ষা হলে সেই রিপোর্ট পজ়িটিভ আসে । সোমবারই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা ।
তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, গতরাতে খুব অসুস্থবোধ করায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে তাঁর কোরোনা রিপোর্ট পজিটিভ আসে । তিনি চিকিৎসায় যথেষ্ট সাড়া দিচ্ছেন বলে জানা গেছে । আজ তাঁর বেশ কয়েকটি কর্মসূচিতে থাকার কথা ছিল । রাজারহাটে অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদানের কর্মসূচি ছিল । সেই কর্মসূচি বাতিল করা হয়েছে । এক সপ্তাহের মধ্যে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদেরকেও কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।