কলকাতা, 27 সেপ্টেম্বর: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে ৷ বাদ যায়নি কলকাতাও ৷ যার জেরে ঘুম ছুটেছে নাগরিক থেকে পৌর প্রশাসনের আধিকারিক সকলেরই ৷ ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে সিপিডব্লিউডি-র আবাসন পরিদর্শনে গেলেন রাজ্যের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ পরিস্থিতি খতিয়ে দেখে ডেঙ্গি নিয়ে আবাসিকদের ধমক দিলেন ডেপুটি মেয়র ৷
তবে নিউ আলিপুরে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের আওতাধীন আবাসনের অবস্থা ছিল সব থেকে বিপদজ্জনক ৷ ফ্ল্যাটের উপর থেকে জানালা দিয়ে যথেচ্ছ ভাবে ময়লা ফেলে জায়গাটা অপরিচ্ছন্ন করে রেখেছেন বাসিন্দারা ৷ বাড়ির আশপাশে জমে রয়েছে আবর্জনার স্তূপ । সেখানে বৃষ্টির জমা জলে মশার লার্ভার জন্ম । বাসিন্দাদের এমন গা-ছাড়া মনোভাব দেখেই ক্ষুব্ধ কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ । খানিকটা কড়া ভাষায় ধমক দিলেন এলাকাবাসীকে । 96 নম্বর ওয়ার্ডে একটি বাড়ির তালা ভেঙে ঢোকেন স্বাস্থ্যকর্মীরা ।
আরও পড়ুন:ফের শহরে ডেঙ্গিতে মৃত্যু! বাঁচানো গেল না টালিগঞ্জের গৃহবধূকে