কলকাতা, 9 সেপ্টেম্বর: 17তম লোকসভার মেয়াদ আর মাত্র কয়েকমাস ৷ তাই মাস কয়েকের মধ্য়েই দেশজুড়ে অনুষ্ঠিত হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন ৷ তাই এখন থেকেই প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় নির্বাচন কমিশন ৷ সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে আগামিকাল, রবিবার কলকাতায় আসছেন নির্বাচন কমিশনের দুই প্রতিনিধি ৷ জাতীয় নির্বাচন কমিশনের দু'জন ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস ও ধর্মেন্দ্র শর্মা আগামিকাল সন্ধ্যায় রাজ্যে এসে পৌঁছাবেন ৷
আগামী সোমবার সকাল থেকেই শুরু হবে বৈঠক । চলবে বিকেল পর্যন্ত । রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে দফায় দফায় চলবে বৈঠক । বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব-সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা ।
কমিশন সূত্রে খবর, এই রাজ্যের সবকটি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে কাজ কতটা এগিয়েছে এবং আরও কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, সেই বিষয়গুলি পর্যালোচনা করা হবে বৈঠকে । তবে মূল বৈঠকের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব নিজে জেলাশাসকদের সঙ্গে বৈঠক দফায় দফায় বৈঠক সেরে ফেলেছেন ।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ, তালিকায় নতুন নাম যুক্ত করা এবং যদি নাম বাদ দেওয়া দরকার হয়, তাহলে সেই কাজ ঠিকভাবে হচ্ছে কি না, সেই দিকগুলিও খতিয়ে দেখবেন ডেপুটি কমিশনাররা । ভোটার তালিকা থেকে ভোটার পরিচয়পত্র, ইভিএম সবকটি বিষয় উঠে আসবে আলোচনায় । পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যে যে সন্ত্রাসের ছবি উঠে এসেছিল, তার যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়, তাই সবকটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা করা হবে ।
অন্যদিকে দেশের সবকটি রাজ্যে 1 অগস্ট থেকে ইভিএমের প্রথমস্তরের বা ফাস্ট লেভেল চেকিংয়ের কাজ শুরু হয়েছে । চলবে আগামী 31 অক্টোবর পর্যন্ত । কমিশন সূত্রে খবর, বর্তমানে রাজ্যে ইভিএমের সংখ্যা 1 লক্ষ 30 হাজার । সবকটি ইভিএম ঠিকঠাক অবস্থায় রয়েছে কি না সেটাই খতিয়ে দেখার কাজ চলছে । এর পাশাপাশি লোকসভা নির্বাচনের জন্য আপাতত প্রয়োজন আরও 30 হাজার ইভিএমের । সেগুলি হায়দরাবাদ থেকে আনার প্রস্তুতিও শুরু হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে ।
আরও পড়ুন:'এক দেশ, এক ভোট'! রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়ল কেন্দ্র