কলকাতা, 31 অগস্ট:আগামী বছরের গোড়াতেই দেশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যেমন প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি, তেমনই জাতীয় নির্বাচন কমিশনেও শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি। জানা যাচ্ছে, আগামী মাসেই রাজ্যে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে।
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের 10 তারিখ সন্ধ্যায় রাজ্যে এসে পৌঁছবেন জাতীয় নির্বাচন কমিশনের তিন জন ডেপুটি ইলেকশন কমিশনার। জানা যাচ্ছে, পরের দিন অর্থাৎ 11 সেপ্টেম্বর সকাল ন'টা থেকেই চালু হবে ম্যারাথন বৈঠক। রাজ্যের সবকটি জেলা শাসকদের সঙ্গে দফায় দফায় চলবে এই বৈঠক। সবকটি জেলায় আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে কাজ কতটা এগিয়েছে এবং আরও কোন কোন দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, সেই সব বিষয়গুলি নিয়েই পর্যালোচনা করা হবে বৈঠকে।
লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি ছাড়াও ভোটার তালিকায় নাম যোগ করা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন সবকিছুই খতিয়ে দেখবেন ডেপুটি ইলেকশন কমিশনাররা। প্রসঙ্গত, আগামী মাসেই রাজ্যে ধুপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। সবে মাত্র শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে যেভাবে মনোনয়ন পত্র জমা থেকে ভোট সম্পন্ন হয়েছে এবং ফল প্রকাশেও যেভাবে রক্তপাতের ছবি ধরা পড়েছে, তাতে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কোথাও কোনও রকম ফাঁক রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন।
ECI Delegation in Kolkata: সেপ্টেম্বরে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল, ম্যারাথন বৈঠক করার কথা - জাতীয় নির্বাচন কমিশন
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের 10 তারিখ সন্ধ্যায় রাজ্যে এসে পৌঁছবেন জাতীয় নির্বাচন কমিশনের তিন জন ডেপুটি ইলেকশন কমিশনার। জানা যাচ্ছে, পরের দিন অর্থাৎ 11 সেপ্টেম্বর সকাল ন'টা থেকেই চালু হবে ম্যারাথন বৈঠক।
![ECI Delegation in Kolkata: সেপ্টেম্বরে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল, ম্যারাথন বৈঠক করার কথা Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/31-08-2023/1200-675-19400773-thumbnail-16x9-eci.jpg)
Published : Aug 31, 2023, 6:36 PM IST
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর-এর আবেদন নিয়ে হাইকোর্টে মামলা
এর আগে সাগরদিঘি নির্বাচনে যেভাবে শান্তিপূর্নভাবে সম্পূর্ন নির্বাচন প্রক্রিয়া এগিয়েছে এবং সম্পন্ন হয়েছে সেই উদাহরণকে পাথেও করে এগোতে চায় জাতীয় নির্বাচন কমিশন ৷ আর সেকারণেই ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনের ক্ষেত্রে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ের মধ্যেই করা হবে নির্বাচন। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যে এলে সেখানে যে পঞ্চায়েত ভোট নিয়ে বক্তব্য উঠবে তা হলফ করেই বলা যায় ৷