পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangla Pokkho on MSC Exam: মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনে নিয়োগের পরীক্ষা বাংলায় নেওয়ার দাবিতে ডেপুটেশন বাংলা পক্ষের - পশ্চিমবঙ্গ মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশন

মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনের (West Bengal Municipal Service Commission) নিয়োগের পরীক্ষা এবার বাংলায় নেওয়ার দাবি তুলল বাংলা পক্ষ (Deputation by Bangla Pokkho to MSC Over Recruitment Test Language) ৷ সেই দাবিতে মৌলালিতে কমিশনের দফতরে গিয়ে চেয়ারম্যানকে ডেপুটেশন জমা দিল সংগঠনের 3 সদস্যের প্রতিনিধি দল ৷

Deputation by Bangla Pokkho to MSC ETV BHARAT
বাংলা পক্ষের ডেপুটেশন মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে

By

Published : Dec 28, 2022, 10:58 PM IST

মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনে নিয়োগের পরীক্ষা বাংলায় নেওয়ার দাবি

কলকাতা, 28 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা ইংরেজি ভাষায় নেওয়া হয় ৷ এবার ইংরেজির পাশাপশি বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনের (West Bengal Municipal Service Commission) নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি তুললো বাংলা পক্ষ ৷ বাংলা ভাষায় নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর বাধ্যতামূলক করার দাবিতে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিয়েছে (Deputation by Bangla Pokkho to MSC Over Recruitment Test Language) বাংলা পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব ৷

এদিনের এই ডেপুটেশন জমা দেওয়া সংক্রান্ত কর্মসূচিতে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ‍্যায়, হুগলির সম্পাদক দর্পণ ঘোষ, হাওড়ার সম্পাদক জয়দীপ দে, উত্তর 24 পরগনা (গ্রামীণ)-এর সম্পাদক দেবাশিস মজুমদার-সহ কয়েকশো সদস‍্য উপস্থিত ছিলেন মৌলালিতে পশ্চিমবঙ্গ মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনের দফতরে ৷

ডেপুটেশনের আগে বক্তব‍্য রাখতে গিয়ে গর্গ চট্টোপাধ‍্যায় বলেন, ‘‘বাংলাই একমাত্র রাজ‍্য যেখানে পৌরসভায় চাকরি পেতে নিজের মাতৃভাষায় পরীক্ষা দেওয়া যায় না ৷ ভারতের কোনও রাজ‍্যেই এটা সম্ভব নয় ৷ ইংরেজির সঙ্গে প্রধান আঞ্চলিক ভাষা থাকেই ৷ বাংলা ব‍্যতিক্রম হতে পারে না ৷ অবিলম্বে মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনের পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই ৷ সেই সঙ্গে বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করার ব‍্যবস্থাও করতে হবে ৷ কারণ, বাংলা না জেনে বাঙালিকে পরিষেবা দেওয়া সম্ভব নয় ৷’’

বাংলা পক্ষের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি ওড়িশা, মধ‍্যপ্রদেশ-সহ বিভিন্ন রাজ‍্যের উদাহরণ দিয়ে দাবি করেন, ‘‘অবিলম্বে চাকরির যোগ‍্যতামানে মাধ‍্যমিক/উচ্চমাধ‍্যমিক স্তরে বাংলা ভাষা থাকা বাধ‍্যতামূলক করতে হবে ৷ সেই সঙ্গে ডোমিসাইল আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে ৷ বাংলার চাকরি বাঙালি তথা বাংলার ভূমিপুত্রদের জন‍্য ৷ একটা চাকরিও বহিরাগতদের কাছে যেতে দেওয়া যাবে না ৷ বাংলা পক্ষ বাঙালির চাকরির নিশ্চয়তার জন‍্য লড়াই করছে ৷’’

আরও পড়ুন:রাজ্য ভাগের 'চক্রান্ত', আন্দোলনে বাংলা পক্ষ

গর্গ চট্টোপাধ‍্যায়, কৌশিক মাইতি ও অরিন্দম চট্টোপাধ‍্যায়- তিনজনের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনের চেয়াম‍্যানের কাছে ডেপুটেশন জমা দেন ৷ সেই সঙ্গে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে এই ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন তাঁরা ৷ গর্গ চট্টোপাধ্যায় সেই বৈঠক সম্পর্কে জানিয়েছেন, দু’পক্ষের আলোচনা সদর্থক হয়েছে ৷ পশ্চিমবঙ্গ মিউনিসিপ‍্যাল সার্ভিস কমিশনের চেয়াম‍্যান জানিয়েছেন, পরবর্তী সময়ে তিনি উপযুক্ত ফোরামে বিষয়টিতে আলোকপাত করবেন এবং নিয়ম পরিবর্তনের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details