কলকাতা, 28 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা ইংরেজি ভাষায় নেওয়া হয় ৷ এবার ইংরেজির পাশাপশি বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (West Bengal Municipal Service Commission) নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি তুললো বাংলা পক্ষ ৷ বাংলা ভাষায় নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর বাধ্যতামূলক করার দাবিতে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিয়েছে (Deputation by Bangla Pokkho to MSC Over Recruitment Test Language) বাংলা পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব ৷
এদিনের এই ডেপুটেশন জমা দেওয়া সংক্রান্ত কর্মসূচিতে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, হুগলির সম্পাদক দর্পণ ঘোষ, হাওড়ার সম্পাদক জয়দীপ দে, উত্তর 24 পরগনা (গ্রামীণ)-এর সম্পাদক দেবাশিস মজুমদার-সহ কয়েকশো সদস্য উপস্থিত ছিলেন মৌলালিতে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের দফতরে ৷
ডেপুটেশনের আগে বক্তব্য রাখতে গিয়ে গর্গ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বাংলাই একমাত্র রাজ্য যেখানে পৌরসভায় চাকরি পেতে নিজের মাতৃভাষায় পরীক্ষা দেওয়া যায় না ৷ ভারতের কোনও রাজ্যেই এটা সম্ভব নয় ৷ ইংরেজির সঙ্গে প্রধান আঞ্চলিক ভাষা থাকেই ৷ বাংলা ব্যতিক্রম হতে পারে না ৷ অবিলম্বে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই ৷ সেই সঙ্গে বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থাও করতে হবে ৷ কারণ, বাংলা না জেনে বাঙালিকে পরিষেবা দেওয়া সম্ভব নয় ৷’’