পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গভীর মানসিক চাপের কারণেই খাদ্যভবনে পুলিশকর্মীর আত্মহত্যা, দাবি লালবাজারের - Tapas Das

Constable Died by Suicide at Khadya Bhavan: অবসাদে ভুগছিলেন খাদ্যভবনে আত্মঘাতী পুলিশকর্মী ৷ লালবাজার সূত্রে এমনটাই দাবি করা হয়েছে ৷ বড়দিনের রাতে খাদ্যভবনের ভিতরে সার্ভিস রিভলবার থেকে ওই কনস্টেবল নিজের বুকে গুলি করেন বলে জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 12:56 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: মানসিক অবসাদে ভুগছিলেন খাদ্যভবনে সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী হওয়া পুলিশ কনস্টেবল ! এমনটাই খবর লালবাজার সূত্রে ৷ বড়দিনের রাতের ওই ঘটনায় মৃত কনস্টেবল তাপস দাসের ছয় জন সহকর্মীকে মঙ্গলবার লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ এমনকি তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ তাঁদের দাবি, সেই জিজ্ঞাসাবাদ থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, পারিবারিক অশান্তিতে জেরবার ছিলেন তাপস দাস ৷

লালবাজার সূত্রে খবর, তদন্তে জানা গিয়েছে, বাজার থেকে এবং সহকর্মীদের কাছে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল তাপস দাস ৷ মঙ্গলবার রাতে তাঁর ছয় জন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ আর তাই মাঝেমধ্যেই বলতেন, "আর বেঁচে থাকতে ইচ্ছে করে না ৷" সহকর্মীদের দাবি, তাঁরা কখনওই এই কথাগুলি সেভাবে গুরুত্ব দেননি ৷ ভেবেছিলেন, কাজের চাপে বিরক্তি থেকে হয়তো এমনটা বলছেন তাপস ৷

সূত্রে খবর, তাপস দাস যদি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, তাহলে তাঁরা তা উচ্চপদস্থ আধিকারিককে জানাননি কেন ? এই প্রশ্নের জবাবে ওই ছয় জন পুলিশকর্মী জানিয়েছেন, বিষয়টি যে এতটা গুরুতর হয়ে যাবে, তা তাঁরা ভাবতে পারেননি ৷ সম্প্রতি 14 দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন তাপস দাস ৷ কিন্তু, কয়েকদিন পরেই তিনি রহস্যজনকভাবে ছুটি বাতিল করে কাজে যোগ দেন ৷ আর তারপর থেকেই তাপস দাসের শারীরিক ভাষা বদলে গিয়েছিল ৷ এমনকি পুলিশ ব্যারাক ও মেসে থাকা-খাওয়ার জন্য যে খরচ দিতে হয়, তাও অগ্রিম মিটিয়ে দিয়েছিলেন ৷

কিন্তু, হঠাৎ করে এমন বদলের কারণ কী ? তদন্তকারীরা এই প্রশ্নের উত্তর পেতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে ৷ সেই সূত্রে জানা গিয়েছে, বাড়িতেও সাম্প্রতিক সময়ে অশান্তি চলছিল ৷ যা নিয়ে বিধ্বস্ত ছিলেন তাপস দাস ৷ এমনকি দীর্ঘদিন ধরে তিনি স্নায়ুর রোগে ভুগছিলেন ৷ এত সমস্যার কারণেই তিনি মানসিকভাবে অবসাদে ভুগছিলেন বলে অনুমান তদন্তকারীদের ৷ এই ঘটনার পর প্রশ্ন উঠছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা ভাবা হয় ৷ কিন্তু, নিচুতলার পুলিশ কর্মীদের নিয়ে কেন এত গা-ছাড়া মনোভাব প্রশাসনের ?

আরও পড়ুন:

  1. আত্মহত্যা রুখতে পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া উচিত, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ
  2. খাদ্যভবনের ভিতরে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল

ABOUT THE AUTHOR

...view details