পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast : বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সর্তকতা - ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি ৷ উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলল আলিপুর আবহাওয়া অফিস ৷

নিম্নচাপ
নিম্নচাপ

By

Published : Jul 23, 2021, 7:54 PM IST

কলকাতা, 23 জুলাই : গতকালের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছে অবস্থান করছে নিম্নচাপটি । মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের চাইবাসা থেকে বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে । এই দুইয়ের প্রভাবে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । পূর্বাভাস অনুযায়ী আগামী 27, 28 ও 29 এই তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে । উত্তরবঙ্গের জেলাগুলোতে এই তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গে আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আগামী 26 তারিখ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কালিম্পং ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ।

আরও পড়ুন :Anubrata Mandal : দিদিকে অনুসরণ কেষ্টর, ফোনের ক্যামেরা ঢাকল সেলোটেপে

নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে । আগামী 25 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । যে সব মৎস্যজীবীর দল সমুদ্রের কাছে তাদের ফিরে আসতে বলা হয়েছে ।

আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে । নিম্নচাপের প্রভাবে দফায় দফায় সারাদিন ধরে কলকাতা শহরে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ 97 শতাংশ ।

ABOUT THE AUTHOR

...view details