কলকাতা, 10 সেপ্টেম্বর: ফের রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপের জেরে আগামী শনিবার থেকে লাগাতার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর । এই নিম্নচাপ রবিবার আরও ঘনীভূত হবে । এর প্রভাবে শনিবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । এই নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর । মৎস্যজীবীদের আগামী শনিবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে । নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করবে । আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপের প্রভাবে রবিবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যে ।