কলকাতা, 4 এপ্রিল: রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমগুলিতে নিয়োগের ক্ষেত্রে অয়ন শীলের সংস্থা কোনওরকম দুর্নীতি করেছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হতে চায় পৌর ও নগরোন্নয়ন দফতর ৷ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির জেরে নাজেহাল অবস্থা রাজ্য সরকার ও প্রশাসনের ৷ এই প্রেক্ষাপটে পৌর-নিয়োগে কোনও দুর্নীতি হয়ে থাকলে দ্রুত তা শনাক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ যাতে অভিযোগের প্রমাণ হাতে এলে দোষীদের চিহ্নিত করে কাঠগড়ায় তোলা যায় ৷ এর জন্য তিনটি পর্যায়ে রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমগুলির নিয়োগ প্রক্রিয়া 'অডিট' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, নিয়োগ নিয়ে নতুন বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন অয়ন শীল ৷ অভিযোগ, তাঁর সংস্থা বেআইনিভাবে টেন্ডার হাতিয়ে পৌর সংস্থাগুলিতে নিয়োগের কাজ করত ! সেই অভিযোগ কত দূর সত্যি, তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে ৷ পৌর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পৌরনিগমগুলিতে 2011 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রচুর নিয়োগ হয়েছে ৷ যার মধ্য়ে বহু নিয়োগ হয়েছে অয়নের সংস্থার মাধ্যমে ৷ তাতে কোনও অনিয়ম হয়েছে কি না, এবার সেটাই খতিয়ে দেখা হবে ৷ শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সতর্ক করেছেন আধিকারিকরা ৷ তাই সরকারও আর এ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ৷ যদিও বিরোধীদের অভিযোগ, নিজেদের দুর্নীতি ও জালিয়াতি ঢাকতেই এই পদক্ষেপ করতে হয়েছে পৌর ও নগরোন্নয়ন দফতরকে ৷
প্রাথমিকভাবে কলকাতা পৌরনিগমকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে ৷ জানা গিয়েছে, প্রথম দফায় কলকাতা লাগোয়া সমস্ত পৌর সংস্থা, দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের বাদবাকি পৌরসভা ও পৌরনিগম এবং তৃতীয় ও শেষ দফায় উত্তরবঙ্গের পৌর সংস্থাগুলিতে এই 'অডিট' চলবে ৷