কলকাতা, 24 নভেম্বর : বামেদের ডাকা আসন্ন সাধারণ ধর্মঘটের দিন বেসরকারি বাস-মিনিবাস, ট্যাক্সি ও অটোর পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানাল রাজ্য পরিবহন দপ্তর । 26 নভেম্বরের এই ধর্মঘটে সাধারণ মানুষজন যাতে যাতায়াতের ক্ষেত্রে নাকাল না হতে হয় সেই বিষয়ে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন ।
26 নভেম্বর বৃহস্পতিবার সাধারণ ধর্মঘটের দিন যাতে যান চলাচল স্বাভাবিক ও মসৃণ থাকে তাই আজ বেলতলা পরিবহন দপ্তরে বাস, মিনি-বাস, ট্যাক্সি ও অটো সংগঠনগুলির নেতৃত্বদের সাথে বৈঠক করে রাজ্য পরিবহন দপ্তর । ধর্মঘটের দিন যাঁরা কাজে বেরোবেন তাঁদের যাতায়াতে কোনও সমস্যা না হয় তাই পর্যাপ্ত পরিমাণে বাস, ট্যাক্সি ও অটো পথে নামাবার আর্জি জানানো হয়েছে । পাশাপাশি কোন পথে কত সংখ্যক বেসরকারি বাস বা ট্যাক্সি নামানো হবে সে বিষয়েও আলোচনা হয় । পরিবহন দপ্তরের তরফে সংগঠনগুলিকে 100 শতাংশ পরিষেবা দেওয়ার আবেদন করা হয়েছে । পাশাপাশি রাস্তা যথেষ্ট সংখ্যায় পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাস বা ট্যাক্সি ভাঙচুর করা হলে সেক্ষেত্রে বীমার ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছে পরিবহন দপ্তর ।