কলকাতা, 4 ডিসেম্বর: এখন থেকে আর গভীর রাতে মরণোত্তর দেহদানের (Pledging The Body) প্রক্রিয়া সারা যাবে না ৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর (Department of Health and Family Welfare) ৷ এই বিষয়ে নতুন নির্ধারিত কার্যবিধি (Standard Operating Procedure) বা এসওপি (SOP) তৈরি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, মরণোত্তর দেহ দান করা আছে, এমন কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর দেহ সরকারি মেডিক্যাল কলেজগুলি সকাল 9টা থেকে রাত 9টার মধ্যেই গ্রহণ করবে ৷ তার আগে বা পরে সেই দেহ গ্রহণ করা হবে না ৷ সম্প্রতি একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয় ৷
প্রসঙ্গত, দেহদান প্রক্রিয়া পালন করতে গিয়ে বেশ কিছুদিন ধরেই তৈরি হয়েছে বহু বিতর্ক ৷ দেহদানের সময় মৃতের আত্মীয় ও পরিজনদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি সূত্রের ৷ এই প্রেক্ষাপটে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য-সহ সংশ্লিষ্ট অন্য আধিকারিকরা একটি বৈঠক করেন ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন 'অ্যানাটমিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া' (Anatomical Society of India) বা এএসআই (ASI)-এর রাজ্য শাখার সভাপতি, চিকিৎসক ও অধ্যাপক অভিজিৎ ভক্ত, মুখপাত্র তথা চিকিৎসক হিরণ্ময় রায় এবং সংশ্লিষ্ট সমস্ত মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা ৷ সেই বৈঠকেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ৷