কলকাতা, 7 ডিসেম্বর : কনকনে শীতের আমেজ নেই । কিন্তু, কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে কুয়াশার দাপট । আজ ভোর থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলি কুয়াশার চাদরে ঢেকে যায় । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব কেটে আকাশ পরিষ্কার হয়েছে । এদিকে জাঁকিয়ে শীতের অনুভূতির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে । চলতি সপ্তাহেও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আগামী 48 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, 15 ডিসেম্বরের পর থেকে কলকাতায় নামবে তাপমাত্রা । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি । সর্বোচ্চ তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99 শতাংশ ও সর্বনিম্ন 38 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি রয়েছে । সেইসঙ্গে রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে । বাড়বে কুয়াশার প্রভাব । হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা আজ ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল ।