পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue training: স্বাস্থ্যভবন ও পৌরসভার যৌথ উদ্যোগে বেসরকারি হাসপাতালে ডেঙ্গি প্রশিক্ষণ - বেসরকারি হাসপাতালে শুরু ডেঙ্গি প্রশিক্ষণ

রাজ্যে ক্রমশই ভয়ঙ্কর আকার ধারণ করছে ডেঙ্গি (Dengue Training Started in Private Hospitals)৷ রাজ্যের একাধিক এলাকায় ডেঙ্গি প্রাণ কেড়েছে বেশ কয়েকজনের ৷ এবার ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে প্রশিক্ষণ দেবে কলকাতা কর্পোরেশন ও স্বাস্থ্যভবন ৷

Dengue training
ETV Bharat

By

Published : Nov 11, 2022, 11:27 AM IST

কলকাতা, 11 নভেম্বর: ক্রমশ বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বাড়ছে মৃত্যু মিছিল । পরিস্থিতি সামল দিতে আসরে নামল ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল আমরি(AMRI)। চিকিৎসকদের কথায় উঠে আছে ডেঙ্গি সচেতনতা। প্রথম থেকে যদি ডেঙ্গিকে শনাক্ত করে তার চিকিৎসা শুরু করা যায়, তবেই ডেঙ্গিতে মৃত্যু কমানো সম্ভব।

চিকিৎসকরা একাধিকবার সচেতন করা করলেও সাধরণ মানুষজনের বুঝতেও সময় লেগে যাচ্ছে ৷ চিকিৎসকদের কথায়, ডেঙ্গি আক্রান্ত রোগীরা এমন সময় হাসপাতালে আসছেন ততক্ষণে সব শেষ। ফলে শেষ মুহূর্তের চিকিৎসা শুরু করেলও লাভ হচ্ছে না। আর সেসব দিক বিচার করে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে আমরি হাসপাতাল। কলকাতা পৌরসভা ও স্বাস্থ্য ভবনের যৌথ উদ্য়োগে ডেঙ্গির বিরুদ্ধে এটি প্রশিক্ষণের ব্যবস্থা ৷

মঙ্গলবার ডেঙ্গি পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছিলো আমরি হাসপাতালে। তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই প্রশিক্ষণ শুরুর ভাবনা নিয়েছেন বেসরকারি এই হাসপাতাল। ঢাকুরিয়া আমরি হাসপাতালের অন্যতম চিকিৎসক সায়ন চক্রবর্তী বলেন,"আমরা এমন সময় ডেঙ্গি রোগীকে পাচ্ছি যখন আর কিছু করলেও তাঁকে বাঁচানো অসম্ভব। ফলে সেই দিক গুলো বিবেচনা করে আমরা স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি । সেই জন্যই আমরা এই প্রশিক্ষণ শুরু করছি। যার মাধ্যমে আমরা বোঝাতে পারব কখন একজন ডেঙ্গি আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন ৷"

আরও পড়ুন: নিকাশি নালার বেহাল দশা, ডেঙ্গি আতঙ্কে মেজিয়াবাসী

ইতিমধ্যেই হাওড়া পুরসভার সঙ্গে কথা হয়েছে। আগামী সপ্তাহে সেখানে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করছে ঢাকুরিয়ার নামজাদা এই বেসরকারি হাসপাতাল।

ABOUT THE AUTHOR

...view details