কলকাতা, 9 অক্টোবর: রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ । পুজো মিটতেই সামনে আসছে মৃত্যুর খবর । হাসপাতালগুলিতেও ফাঁকা নেই বেড। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 হাজার ছুঁই ছুঁই। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত 24 হাজার 798 জন । পুজোর সপ্তাহে পরীক্ষা তুলনামূলক কম হয়েছিল । কিন্তু পুজো মিটতেই পরীক্ষা হতেই, দেখা গিয়েছে যে, গোটা রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 4 হাজার 678 জন । যেখানে দেখা যাচ্ছে, জেলা ভিত্তিক হিসেবে কলকাতায় গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন 654 জন । যার ফলে এখনও পর্যন্ত কলকাতায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2,800 । অন্যদিকে, গত সপ্তাহে উত্তর 24 পরগনায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 992 জন । হাওড়ায় 466, হুগলিতে 453, দার্জিলিংয়ে 469 জন ।
আরও পড়ুন:পুজো মিটতেই জ্বর জ্বর ভাব, সাবধান করছেন চিকিৎসকরা
তবে ডেঙ্গির এই বৃদ্ধির জন্য মানুষকেই দায়ী করছেন চিকিৎসকরা । জনস্বার্থ বিশেষজ্ঞ অনির্বাণ দলুই জানান, "পুজোর সময় এবার স্বাস্থ্যদফতর ও প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল । তবে মানুষ অসচেতনত ছিল । জ্বর আসলেই তাঁরা পরীক্ষা না-করিয়ে প্যারাসিটামলের দিকে ঝুঁকেছেন । যার জন্য ডেঙ্গির প্রকোপ আমরা দেখতে পাচ্ছি ।"