পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue: পুজোর সময়ে টেস্ট কমায় বাড়ছে ডেঙ্গিতে মৃতের সংখ্যা, বলছেন চিকিৎসকরা - ডেঙ্গি

রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ । ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 25 হাজার ৷ ডেঙ্গির এই বৃদ্ধির জন্য মানুষকেই দায়ী করছেন চিকিৎসকরা ।

Dengue Increased Day by Day in State
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

By

Published : Oct 9, 2022, 8:33 PM IST

কলকাতা, 9 অক্টোবর: রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ । পুজো মিটতেই সামনে আসছে মৃত্যুর খবর । হাসপাতালগুলিতেও ফাঁকা নেই বেড। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 হাজার ছুঁই ছুঁই। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত 24 হাজার 798 জন । পুজোর সপ্তাহে পরীক্ষা তুলনামূলক কম হয়েছিল । কিন্তু পুজো মিটতেই পরীক্ষা হতেই, দেখা গিয়েছে যে, গোটা রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 4 হাজার 678 জন । যেখানে দেখা যাচ্ছে, জেলা ভিত্তিক হিসেবে কলকাতায় গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন 654 জন । যার ফলে এখনও পর্যন্ত কলকাতায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 2,800 । অন্যদিকে, গত সপ্তাহে উত্তর 24 পরগনায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 992 জন । হাওড়ায় 466, হুগলিতে 453, দার্জিলিংয়ে 469 জন ।

আরও পড়ুন:পুজো মিটতেই জ্বর জ্বর ভাব, সাবধান করছেন চিকিৎসকরা

তবে ডেঙ্গির এই বৃদ্ধির জন্য মানুষকেই দায়ী করছেন চিকিৎসকরা । জনস্বার্থ বিশেষজ্ঞ অনির্বাণ দলুই জানান, "পুজোর সময় এবার স্বাস্থ্যদফতর ও প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল । তবে মানুষ অসচেতনত ছিল । জ্বর আসলেই তাঁরা পরীক্ষা না-করিয়ে প্যারাসিটামলের দিকে ঝুঁকেছেন । যার জন্য ডেঙ্গির প্রকোপ আমরা দেখতে পাচ্ছি ।"

এর পাশাপাশি পুজোর সময় যে বৃষ্টি হয়েছিল তা থেকে ডেঙ্গি বৃদ্ধির আশঙ্কা করছেন তিনি । চিকিৎসকের কথায়, "পুজোর সময় বৃষ্টি হতে দেখা গিয়েছে । তা থেকে বহু মণ্ডপে জল জমেছে । হয়ত সেই সময় সেই জল পরিষ্কার করা সম্ভব হয়েছে, কিন্তু বর্তমানে মণ্ডপগুলো খোলা হচ্ছে ফলে ভগ্নদশা । এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে দাঁড়িয়ে জমা জলে ডেঙ্গির মশা জন্মাতে পারে ।"

আরও পড়ুন:উৎসব কাটতেই না কাটতেই শহরে ডেঙ্গির বলি 1

তবে এখন প্রশ্ন হচ্ছে এই মারণ রোগের হাত থেকে কবে রক্ষা পেতে পারে রাজ্যবাসী । ডেঙ্গি পুজোর পরে কমতে পারে এমনটাই আভাস দিয়েছিলেন চিকিৎসকেরা ৷ তবে এই পরিস্থিতিতে ডেঙ্গি কমা তো দূরের কথা, হয়ত সারা বছরই থেকে যাবে বলে মনে হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details