কলকাতা, 7 নভেম্বর: রাজ্যে ক্রমেই চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Deaths in Kolkata)৷ এ বার একদিনে শহরে ডেঙ্গিতে মৃত্যু হল চার জনের । সল্টলেকের এক বেসরকারি হাসপাতালের মৃত্যু হয়েছে 36 বছরের এক যুবকের (Dengue claims three lives)। অন্যদিকে, এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে 22 বছরের এক যুবকের । আবার একইদিনে বাইপাস সংলগ্ন বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয়েছে 40 বছরের এক ব্যক্তির । সন্ধ্যায় বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় আর এক মহিলার ৷
ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন কেষ্টপুরের বাসিন্দা সোমনাথ দে । বয়স মাত্র 36 । ভর্তি হয়েছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই সোমবার মৃত্যু হয় তাঁর । পাশাপাশি ট্যাংরার ক্রিস্টোফার রোডের বাসিন্দা বুবাই হাজরা । তিনি ছিলেন শিয়ালদহের এনআরএস হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মী । ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সেখানেই ভর্তি ছিলেন তিনি । আজ তাঁর মৃত্যু হয় ৷