পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Death in Kolkata: কলকাতায় ফের প্রাণ কাড়ল ডেঙ্গি, মৃতের সংখ্যা বেড়ে হল 13 - ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু

ডেঙ্গি আক্রান্ত হয়ে সায়ন ঘোষচৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান (Dengue claims another Life)। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । এখনও পর্যন্ত শহর কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট 13 জনের (Dengue in Kolkata) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 22, 2022, 4:08 PM IST

কলকাতা, 22 অক্টোবর: ফের কলকাতার বুকে ডেঙ্গিতে প্রাণ গেল রোগীর (Dengue claims another Life) । শনিবার কুঁদঘাটের 114 নম্বর ওয়ার্ডের অধীনস্থ পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা সায়ন ঘোষচৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান । দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ।

ক্রমেই শহরে বেড়ে চলেছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা । এবার রোগেই প্রাণ হারালেন বছর 24-এর সায়ন । গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি । প্রথমে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা চলছিল । জ্বর না-কমায় বুধবার নাগাদ তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় । শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ।

যুবকের পরিবার সূত্রে খবর, ওই হাসপাতালে ভর্তি করেও বিশেষ কোনও লাভ হয়নি । বৃহস্পতিবার রাত্রিবেলা থেকে ওই যুবকের জ্বর ক্রমশ বাড়তে থাকে । হাসপাতাল সূত্রে খবর, যুবকের প্লেটলেটও কমে যায় । শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় । এখনও পর্যন্ত শহর কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট 13 জনের (Dengue Death in Kolkata) ।

আরও পড়ুন: ডেঙ্গি রোগীকে প্লেটলেটের বদলে ফলের রস ! ভয়াবহ ঘটনায় নিন্দার ঝড়

ডেঙ্গি মোকাবিলায় কলকাতা পৌরনিগমের ভূমিকা বারবার অসন্তোষ প্রকাশ করছে বিরোধীরা । এদিন খারাপ হতে থাকা পরিস্থিতি খতিয়ে দেখার ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিলোত্তমায় প্রতিবাদ মিছিল করে এসইউসিআই । যদিও মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ডেঙ্গিতে সচেতন হতে হবে আমজনতাকে ।

আরও পড়ুন: ফরাক্কা ব্লকে ডেঙ্গিতে ছাত্রীর মৃত্যু, আক্রান্ত শতাধিক

অন্যদিকে, ফের ঘূর্ণিঝড় আসতে চলেছে । আবহাওয়া দফতর সূত্রে খবর, সম্ভবত কালীপুজোর পরদিনই রাজ্যে আছড়ে পড়বে সিত্রাং । গত কয়েক বছরে আম্ফান থেকে শুরু করে ইয়াস, কলকাতায় ঘূর্ণিঝড়ের স্মৃতি ভয়াবহ । সেই স্মৃতি ফিরিয়ে ফের জল জমলে বিপত্তি আরও বাড়বে । তা ভেবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে কলকাতাবাসীর ।

ABOUT THE AUTHOR

...view details