কলকাতা, 22 অক্টোবর: ফের কলকাতার বুকে ডেঙ্গিতে প্রাণ গেল রোগীর (Dengue claims another Life) । শনিবার কুঁদঘাটের 114 নম্বর ওয়ার্ডের অধীনস্থ পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা সায়ন ঘোষচৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান । দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ।
ক্রমেই শহরে বেড়ে চলেছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা । এবার রোগেই প্রাণ হারালেন বছর 24-এর সায়ন । গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি । প্রথমে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা চলছিল । জ্বর না-কমায় বুধবার নাগাদ তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় । শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ।
যুবকের পরিবার সূত্রে খবর, ওই হাসপাতালে ভর্তি করেও বিশেষ কোনও লাভ হয়নি । বৃহস্পতিবার রাত্রিবেলা থেকে ওই যুবকের জ্বর ক্রমশ বাড়তে থাকে । হাসপাতাল সূত্রে খবর, যুবকের প্লেটলেটও কমে যায় । শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় । এখনও পর্যন্ত শহর কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট 13 জনের (Dengue Death in Kolkata) ।