পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

গতকাল অতর্কিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখাতে পৌঁছে গেছিলেন স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা । মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভের পর আজ নাকতলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে বিক্ষোভ দেখাতে পৌঁছে গেছিলেন তাঁরা ।

ssc-job-seekers-near-education-minister-partha-chatterjees-house-allegations-of-abuse-against-police
ssc-job-seekers-near-education-minister-partha-chatterjees-house-allegations-of-abuse-against-police

By

Published : Mar 24, 2021, 10:55 PM IST

কলকাতা, 24 মার্চ: নাকতলায় শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ৷ ছড়াল উত্তেজনা । জোর করে টেনেহিঁচড়ে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের সরাল পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন বিক্ষোভকারীরা ।

গতকাল অতর্কিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখাতে পৌঁছে গেছিলেন স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা । মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভের পর আজ নাকতলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে বিক্ষোভ দেখাতে পৌঁছে গেছিলেন তাঁরা । এদিন বিকেল 4টে নাগাদ সেখান পৌঁছান তাঁরা । তবে, মেন রোড থেকে শিক্ষামন্ত্রীর বাড়ির রাস্তায় ঢোকার আগেই শক্তি সংঘ ক্লাবের মুখে তাঁদের আটকে দেয় পুলিশ । পুলিশি বাঁধা পেয়ে সেখানেই রাস্তার মুখে অবস্থান শুরু করে দেন তাঁরা । চলে স্লোগান তুলে বিক্ষোভ । বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের দাবি, নবম থেকে দ্বাদশের ওয়েটিং লিস্টে থাকা সকল প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে । গতকাল বা আজ নয়, এর আগেও শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা । সল্টলেকে সেন্ট্রাল পার্কের পাঁচ নম্বর গেটের সামনে বহুদিন ধরেই চলছে অবস্থান-বিক্ষোভ । কিন্তু, দাবি না মেটায় মাঝে মাঝেই মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা । প্রতিবারই পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ করে তাঁদের তোলার অভিযোগ উঠেছে । গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেও সেই চিত্র দেখা গিয়েছিল । এদিন আধ ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের আটক করে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যায় । সেইসময় ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের । যাঁরা সহজে রাস্তা ছেড়ে উঠতে রাজি হচ্ছিলেন না তাঁদের টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলিশ । চাকরিপ্রার্থীরা অভিযোগ, এর আগেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা । এর আগেও পুলিশ তাঁদের তুলে দিয়েছে । কিন্তু, পুলিশের কাছে এই রকম দুর্ব্যবহার আর কোথাও পাননি তাঁরা । এদিন সন্ধে সাড়ে 7টাতেও থানায় আটক হয়ে ছিলেন প্রায় 40 জন চাকরিপ্রার্থী ।

এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অশান্তি

এক চাকরিপ্রার্থী তৃণা হালদার বলেন, "আমাদের জামাকাপড় ছিঁড়ে দিয়েছে । একজনের পা কেটে গিয়ে রক্তারক্তি হয়েছে । আমাদের এখনও থানা থেকে ছাড়েনি । বসিয়ে রেখেছে । ঠিক করে বসার জায়গা দেয়নি, নোংরার মধ্যে রেখেছে । প্রচণ্ড দুর্ব্যবহার করেছে আমাদের সঙ্গে । আমরা রাস্তাও আটকায়নি আজ । রাস্তার ধারে বসেছিলাম । আধ ঘণ্টা পর পুলিশ আমাদের এসে তুলে দেয় । কিন্তু, তার আগেই দুর্ব্যবহার করতে শুরু করেছিল । আমরা মেয়েরা ছেলেদের আগলে গোল করে রেখেছিলাম । সেখানে থেকে মেয়েদের উপর দিয়ে ছেলেদের টানতে টানতে নিয়ে গেছে । আমাদের মেরেছে । মেয়ে পুলিশরা নখ দিয়ে আঁচড়ে দিয়েছে । এতো জায়গায় আমরা বিক্ষোভ দেখিয়েছি । এখানকার মতো ভায়োলেন্স আমরা কোথাও দেখিনি । একদম জঘন্য । এদের মধ্যে শিক্ষা-দীক্ষা কিছু নেই ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details