পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্য়াক্সি ও বাসের ভাড়া বাড়ানোর দাবি 6টি সংগঠনের

ট্যাক্সি, প্রাইভেট বাস ও মিনি বাসের ভাড়া বাড়ানোর দাবিতে আজ সাংবাদিক বৈঠক করে বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন সহ আরও ছ'টি সংগঠন ।

6টি সংগঠন

By

Published : Jul 8, 2019, 10:59 PM IST

Updated : Jul 8, 2019, 11:07 PM IST

কলকাতা, 8 জুলাই : দাম বেড়েছে ডিজ়েল ও পেট্রলের । তাই বাড়াতে হবে ট্যাক্সি, প্রাইভেট বাস ও মিনি বাসের ভাড়া । এই দাবি জানাল বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন । আজ এই দাবিতে সাংবাদিক বৈঠক করে বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন সহ আরও ছ'টি সংগঠন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বেঙ্গল ট্য়াক্সি অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, "2012 সালে শেষ বারের মতো ভাড়া বেড়ে ছিল ট্যাক্সির । তারপর থেকে বহুবার পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছে । তাই ট্য়াক্সির ফার্স্ট ডাউন ভাড়া 30টাকা থেকে বাড়িয়ে 40টাকা করা হোক । পাশাপাশি বাসের ভাড়া 7টাকা থেকে বাড়িয়ে 9টাকা করা হোক ।" তিনি বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি । আগামী 15 দিনের মধ্য়ে যদি কোনওরকম সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা বিষয়টি বিবেচনা করব । প্রয়োজনে বৃহত্তরে আন্দোলনের পথেও হাঁটব ।"

ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপক্যাব অপারেটরসের পক্ষ থেকে ইন্দ্রনীল ঘোষ বলেন, "1 ও 2 জুলাই ওলা, উবারের ভাড়া বৃদ্ধি নিয়ে আমরা ধর্মঘট ডেকেছিলাম । আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নিক ।"

লাগজ়ারি ট্য়াক্সি অ্য়াসোসিয়েশনের সম্পাদক সৈকত পাল বলেন, "লাগজ়ারি ট্য়াক্সির ক্ষেত্রে সারাদিনে মাত্র 465 টাকা দিয়ে একটি গাড়ি ভাড়া নেওয়া যায় । তেলের খরচ, ড্রাইভারের মাইনে ও গাড়ির মেরামতের খরচের পর মালিকের হাতে কোনও টাকাই থাকে না । তাই আমরা চাই, অবিলম্বে ভাড়া বাড়িয়ে 1200 টাকা করা হোক ।"

Last Updated : Jul 8, 2019, 11:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details