কলকাতা, 8 জুলাই : দাম বেড়েছে ডিজ়েল ও পেট্রলের । তাই বাড়াতে হবে ট্যাক্সি, প্রাইভেট বাস ও মিনি বাসের ভাড়া । এই দাবি জানাল বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন । আজ এই দাবিতে সাংবাদিক বৈঠক করে বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন সহ আরও ছ'টি সংগঠন ।
বেঙ্গল ট্য়াক্সি অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, "2012 সালে শেষ বারের মতো ভাড়া বেড়ে ছিল ট্যাক্সির । তারপর থেকে বহুবার পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছে । তাই ট্য়াক্সির ফার্স্ট ডাউন ভাড়া 30টাকা থেকে বাড়িয়ে 40টাকা করা হোক । পাশাপাশি বাসের ভাড়া 7টাকা থেকে বাড়িয়ে 9টাকা করা হোক ।" তিনি বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি । আগামী 15 দিনের মধ্য়ে যদি কোনওরকম সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা বিষয়টি বিবেচনা করব । প্রয়োজনে বৃহত্তরে আন্দোলনের পথেও হাঁটব ।"