কলকাতা, 27 সেপ্টেম্বর : ISL চেয়ারপারসন নীতা আম্বানির সকালের ঘোষণা ইস্টবেঙ্গলের বার্ষিক সাধারণ সভার সুর বেধে দিয়েছিল । স্বাভাবিকভাবেই সারাবছরের ক্লাবের হিসাব নিকাশ,মেয়াদ শেষ হয়ে বর্তমান কমিটির আরও ছয় মাস মেয়াদ বৃদ্ধি যে ক্লিশে হয়ে যাবে তা আর নতুন কি? কোরোনা ভাইরাসের আবহে সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ সামলে ইস্টবেঙ্গলের সাধারণ সভা কার্যত পরিনত হয়েছিল ISL-এ জায়গা পাওয়ার আনন্দ উৎসবে । কর্তারাও সদস্যদের মন বুঝে আনন্দের আবহে তাল কাটেননি । বরং কঠিন অবস্থা থেকে ক্লাবকে দেশের সর্বোচ্চ লিগে পৌছে দেওয়ার কঠিন যাত্রার কথা প্রথমবার সামনে নিয়ে এসেছেন । এই কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সৌরভ গাঙ্গুলীর সাহায্যের কথা বারবার স্বীকার করেছেন ।
শক্তিশালী দল গঠনের দাবি ইস্টবেঙ্গলের বার্ষিক সভায় - East bengal football club
ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব নামে ISL-এ খেলবে শতাব্দী প্রাচীন ক্লাব, জানিয়েছেন নীতা আম্বানি । ISL-র মঞ্চে সবার শেষে জায়গা পেলেও চ্যাম্পিয়নশীপের জন্য ইস্টবেঙ্গল লড়বে তা শীর্ষ কর্তা জানিয়ে দিয়েছেন । কোরোনা আবহে শরতের রবিবাসরীয় বিকেলে ইস্টবেঙ্গলে বসন্ত।
ISL-র মঞ্চে সবার শেষে জায়গা পেলেও চ্যাম্পিয়নশীপের জন্য ইস্টবেঙ্গল লড়বে তা শীর্ষ কর্তা জানিয়ে দিয়েছেন । ইতিমধ্যে বিনিয়োগ সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে । নতুন সপ্তাহে তাঁদের ক্লাবে ডেকে রূপরেখা তৈরি করার জন্য বৈঠক হবে বলে বলা হয়েছে । তাঁর আগে মঙ্গলবার অতিরিক্ত সাধারণ সভায় নতুন মরশুমে দল নিয়ে সদস্যদের ভাবনার কথা জানতে চায় ক্লাব । যা তারা বিনিয়োগ কর্তাদের সামনে মেলে ধরতে চান । এখনও অবধি ক্লাবের চুক্তি করা ভারতীয় ফুটবলারদের নিয়ে বিনিয়োগ কর্তাদের তরফে কোনও আপত্তি তোলা হয়নি । তবে গত মরশুমে কোলাডো-সহ একাধিক ফুটবলারের ভবিষ্যত ঠিক হবে নতুন কোচের সিদ্ধান্তে । কারণ একাধিক ফুটবলারের সঙ্গে একাধিক বছরের চুক্তি রয়েছে । সেই ব্যাপারে কোচের কথার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে ।
ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব নামে ISL-এ খেলবে শতাব্দী প্রাচীন ক্লাব, জানিয়েছেন নীতা আম্বানি । ক্লাব বলছে কম্পানির নাম শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন । সেই কম্পানির বোর্ড অব ডিরেক্টরে ক্লাবের প্রতিনিধি সংখ্যা একজন হলে, তা হবেন সৈকত গাঙ্গুলি । দুজন হলে শীর্ষকর্তা দেবব্রত সরকারের নাম ক্লাব সচিব এবং প্রেসিডেন্ট ঠিক করলেও তা চূড়ান্ত নয় । কারণ দেবব্রত সরকার এই ব্যাপারে নিজের আপত্তির কথা জানিয়েছেন । তাই কোরোনা আবহে শরতের রবিবাসরীয় বিকেলে ইস্টবেঙ্গলে বসন্ত।