পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Trinamool Congress: দিল্লিতে মমতা-অভিষেকের ধরনা কর্মসূচির অনুমতি দিল না অমিত শাহের পুলিশ - Mamata Banerjee

Delhi Police Denied Permission for TMC Dharna: আগামী 2 অক্টোবর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লিতে ধরনা কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল ৷ কিন্তু সেই কর্মসূচির অনুমতি দিল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ ৷ তৃণমূলের অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি ৷

Trinamool Congress
Trinamool Congress

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 6:17 PM IST

Updated : Aug 30, 2023, 8:27 PM IST

কলকাতা, 30 অগস্ট: বাংলার মানুষের দাবি আদায়ে একুশের মঞ্চ থেকে আগামী 2 অক্টোবর দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কথা ছিল, এই কর্মসূচিতে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । সেই মতো 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে কর্মসূচি করা হবে বলে দিল্লি পুলিশের কাছে আবেদন জানানো হয় ।

কিন্তু দিল্লির এই কর্মসূচিতে অনুমোদন দিল না দিল্লি পুলিশ । বুধবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এভাবে তৃণমূল কংগ্রেসের কণ্ঠরোধ করে বাংলার শাসক দলকে আটকানো যাবে না । বাংলার মানুষের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কোনোভাবেই তাকে রোখা যাবে না ।’’

এ দিন কুণাল ঘোষ জানান, গত 23 অগস্ট রামলীলা ময়দানে ধরনা কর্মসূচির কথা জানিয়ে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছিল । এক্ষেত্রে আইন মাফিক যে আবেদন পদ্ধতি তা করেছিল তৃণমূল কংগ্রেস । 28 অগস্ট এর জবাব দিয়েছে দিল্লি পুলিশ । তারা জানিয়েছে, এই কর্মসূচির জন্য আরও আগে থেকে বুকিং করা প্রয়োজন ছিল । আগে থেকেই বুকিং এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ ফলে ওই দিন বাংলাকে বুকিং এর জন্য রামলীলা ময়দান দেওয়া যাবে না ।

কুণাল ঘোষের অভিযোগ, ‘‘আসলে এর মাধ্যমে বাংলার প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে । বাংলার ন্যায্য পাওনা, হকের টাকা, অধিকারের অর্থের দাবিতে যে ধরনায় মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা, তাকে আটকানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে । বাংলা থেকে খেটে খাওয়া, অসংগঠিত শ্রমিক কর্মী, সাধারণ মানুষ যেতেন, যাঁরা 100 দিনের কাজ করার পরও কেন্দ্রের টাকা পাননি ।’’

তিনি আরও বলেন, ‘‘দিল্লি পুলিশের এই সিদ্ধান্ত রাজনৈতিক । বিজেপির অঙ্গুলি হেলনেই এই সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ । আমরা এর তীব্র প্রতিবাদ করছি ৷’’ তিনি জানিয়েছেন, দিল্লি পুলিশের এই পদক্ষেপের পরে কি সিদ্ধান্ত নেওয়া হবে, শীঘ্রই তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে । যদি বিজেপি ভেবে থাকে এভাবে কণ্ঠরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বানচাল করা হবে ৷ তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ ।

আরও পড়ুন:ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে এলপিজির দাম কমিয়েছে মোদি সরকার, দাবি মমতার

Last Updated : Aug 30, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details