কলকাতা, 30 অগস্ট: বাংলার মানুষের দাবি আদায়ে একুশের মঞ্চ থেকে আগামী 2 অক্টোবর দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কথা ছিল, এই কর্মসূচিতে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । সেই মতো 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে কর্মসূচি করা হবে বলে দিল্লি পুলিশের কাছে আবেদন জানানো হয় ।
কিন্তু দিল্লির এই কর্মসূচিতে অনুমোদন দিল না দিল্লি পুলিশ । বুধবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এভাবে তৃণমূল কংগ্রেসের কণ্ঠরোধ করে বাংলার শাসক দলকে আটকানো যাবে না । বাংলার মানুষের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কোনোভাবেই তাকে রোখা যাবে না ।’’
এ দিন কুণাল ঘোষ জানান, গত 23 অগস্ট রামলীলা ময়দানে ধরনা কর্মসূচির কথা জানিয়ে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছিল । এক্ষেত্রে আইন মাফিক যে আবেদন পদ্ধতি তা করেছিল তৃণমূল কংগ্রেস । 28 অগস্ট এর জবাব দিয়েছে দিল্লি পুলিশ । তারা জানিয়েছে, এই কর্মসূচির জন্য আরও আগে থেকে বুকিং করা প্রয়োজন ছিল । আগে থেকেই বুকিং এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ ফলে ওই দিন বাংলাকে বুকিং এর জন্য রামলীলা ময়দান দেওয়া যাবে না ।