কলকাতা, 13 ডিসেম্বর: বগটুই কাণ্ডে (Bogtui Case) ধৃত মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর (Accused dies in CBI custody) ঘটনায় এ বার অন্তর্তদন্ত শুরু করল সিবিআই (Delhi CBI headquarters)। গতকাল ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই এই নিয়ে তৎপর হয়েছে সিবিআই-এর দিল্লির সদর দফতর ।
জানা গিয়েছে, দিল্লিতে সিবিআই-এর সদর দফতরের তরফে জানতে চাওয়া হয়েছে যে, ঘটনার সময়ে তদন্তকারী আধিকারিক কোথায় ছিলেন ? এছাড়াও সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং কোনও অভিযুক্তকে হেফাজতে রাখতে গেলে আইনসম্মত যে সব বিধিনিষেধ মেনে চলতে হয়, সেই সব ব্যবস্থা আদৌ ছিল কি না ৷
এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিবিআই-এর দিল্লির সদর দফতরের তরফে একজন উচ্চপদস্থ সিবিআই আধিকারিকের নেতৃত্বে একটি দল গঠন করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর । পাশাপাশি সিবিআইয়ের তরফে জানতে চাওয়া হয়েছে যে, সংশ্লিষ্ট অস্থায়ী ক্যাম্পে ঘটনার দিন কোন কোন সিবিআই আধিকারিক হাজির ছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে কারা কারা ছিলেন, তাঁদের নাম ইতিমধ্যেই চেয়ে পাঠানো হয়েছে । সিবিআই সূত্রে খবর, নামের তালিকা তাঁদের হাতে এসে পৌঁছলেই প্রত্যেক আধিকারিক এবং নিরাপত্তার দায়িত্ব থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে ।