কলকাতা, 14 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার সঙ্গে এবার কলকাতার যোগসূত্র পাওয়া গেল ৷ এই ঘটনায় মূলচক্রী হিসেবে যাঁর নাম পাওয়া গিয়েছে, সেই ললিত ঝা কলকাতার একটি বাড়িতে ভাড়া থাকতেন ৷ এমনই তথ্য পেয়েছে দিল্লি পুলিশ ৷ ইতিমধ্যে দিল্লির ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে । তবে এই নিয়ে এখনই বিস্তারিত কোনও তথ্য জানাতে নারাজ লালবাজারের গোয়েন্দারা ৷
তবে লালবাজারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ললিত ঝা কলকাতার বড়বাজার এলাকায় 218 নম্বর রবীন্দ্রসরণিতে ভাড়া থাকতেন ৷ কয়েকবছর তিনি ওই এলাকায় ছিলেন ৷ বড়বাজার থানার পুলিশ ইতিমধ্য়েই ওই ঠিকানায় গিয়েছিল ৷ তাদের সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ছিলেন ৷ বাড়ির মালিকের সঙ্গে তাঁরা কথা বলেন ৷
বাড়ির মালিকের থেকে পুলিশ জানতে পেরেছে যে অনলাইনে ভাড়া মেটাতেন ললিত ৷ ফলে সেভাবে দেখাসাক্ষাৎ হত না ৷ তাছাড়া বেশ কয়েকবছর সেখানে থাকলেও এলাকার লোকের সঙ্গে সেভাবে তাঁর কোনও যোগাযোগ ছিল না ৷ কারও সঙ্গে সেভাবে কখনও তাঁকে কথা বলতে দেখা যায়নি ৷
লালবাজার সূত্রে খবর, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মনে করছে কলকাতায় এসে গা ঢাকা দিতে পারেন ললিত ঝা ৷ কারণ, এখানেই তিনি ছিলেন ৷ তাছাড়া বাংলাতেই একটি এনজিও-তে কাজ করতেন ৷ সেই সূত্রে পুরুলিয়ার এক যুবকের সন্ধান মিলেছে ৷ তাঁকে আবার ললিত সংসদে বুধবারের ঘটনার একাধিক ভিডিয়ো পাঠায় ৷