দিল্লি, 14 অগাস্ট : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো নথি পেশের অভিযোগে সমন জারি করল দিল্লির এক আদালত । মঙ্গলবার এই নির্দেশ জারি করা হয়েছে । তাঁকে 7 সেপ্টেম্বরের আগে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে ।
ভুয়ো নথি, অভিষেককে সমন আদালতের - অভিষেককে সমন দিল্লির এক আদালতের
ভুয়ো নথি পেশের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল দিল্লির এক আদালত । তাঁকে 7 সেপ্টেম্বরের আগে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে ।
![ভুয়ো নথি, অভিষেককে সমন আদালতের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4129156-thumbnail-3x2-abhi.jpg)
ভুয়ো ডিগ্রি মামলায় আগেই অভিষেককে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু স্ত্রী সন্তান সম্ভবা, অসুস্থ এই যুক্তিতে সময় চান সাংসদ । এরপরই আদালত নির্দেশ দিয়েছে 7 সেপ্টেম্বরের আগে এ বিষয়ে প্রয়োজনীয় নথি পেশ করার জন্য । এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় নথিও পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে ।
ঘটনার সূত্রপাত 2014 সালে । 2014 ও 2019 পর পর দু'টি লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার আগে কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন সাংসদ, অভিযোগ এমনটাই । এই অভিযোগের প্রেক্ষিতেই আদালত নোটিশ পাঠায় সাংসদকে । যদিও অভিষেকের আইনজীবীর দাবি, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন । মামলার কোনও যুক্তি নেই ।