কলকাতা, 23 মে: নবান্নে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে বসে কেন্দ্রে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রে বিজেপির সরকার গণতন্ত্র বিরোধী ৷ সুপ্রিম কোর্টকে মানে না ৷ গণতন্ত্র নিয়ে মশকরা করছে ৷
প্রসঙ্গত, দিনকয়েক আগে সুপ্রিম কোর্টের রায়ে দিল্লির আমলাদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আসে কেজরিওয়ালের সরকারের হাতে ৷ এতদিন তা কেন্দ্রের হাতে ছিল ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার একটি অর্ডিন্যান্স তৈরি করে সেই অধিকার আবার নিজেদের হাতে নিয়ে নিয়েছে ৷ এর পর কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন কেজরিওয়াল ৷ মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে সেই কথাই আবার শোনা গিয়েছে কেজরিওয়ালের মুখে ৷
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘‘2015 সালে আমাদের সরকার হওয়ার পর একটি বিজ্ঞপ্তি জারি করে দিল্লির সরকারের সমস্ত অধিকার করে নেয় কেন্দ্র ৷ আট বছর পর সুপ্রিম কোর্টের রায়ে দিল্লির মানুষ জিতে যায় ৷ এর পর অর্ডিন্যান্স আনল কেন্দ্র ৷ ওরা গণতন্ত্র নিয়ে মশকরা করছে ৷’’
উল্লেখ্য, এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের একজোট করার উদ্যোগ নিয়েছেন কেজরিওয়াল ৷ সোমবার তিনি নয়াদিল্লিতে বৈঠক করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ৷ তার পর তিনি মঙ্গলবার আসেন কলকাতায় ৷ তার পর নবান্নে গিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ বৈঠকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানিয়ে দেন যে এই ইস্যুতে তাঁর দল তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় আম আদমি পার্টির পাশেই থাকবে ৷ তাই মমতাকে ধন্যবাদ দেন কেজরিওয়াল ৷