পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Team INDIA to Visit Manipur: 29-30 জুলাই মণিপুর সফরে যাচ্ছে ইন্ডিয়ার প্রতিনিধি দল

Delegation team from INDIA to visit Manipur: মণিপুর সফরে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলির জোট ইন্ডিয়ার প্রতিনিধিরা ৷ প্রতিটি দলের একজন করে সাংসদ থাকবেন সেই দলে ৷

Team INDIA to Visit Manipur
Team INDIA to Visit Manipur

By

Published : Jul 27, 2023, 1:43 PM IST

Updated : Jul 27, 2023, 2:17 PM IST

কলকাতা, 27 জুলাই: বিরোধীদের জোট ইন্ডিয়ার প্রতিনিধি দল যাচ্ছে হিংসা-দীর্ণ মণিপুরে ৷ আগামী 29 ও 30 জুলাই তারা মণিপুরে সফর করবে ৷ প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে সাংসদ থাকবেন সেই প্রতিনিধি দলে ৷ অর্থাৎ ইন্ডিয়ার প্রতিনিধি দলে 26টি রাজনৈতিক দলের 26 জন থাকবেন ৷

প্রস্তাব দিয়েছিলেন মমতা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম বলেছিলেন যে, তিনি চান বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধি দল যাক মণিপুরে ৷ এ জন্য বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলেও জানিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ এরপর অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদের বাদল অধিবেশনেও ঝড় তোলে বিরোধী জোট ইন্ডিয়া ৷ এ বার তারা সরাসরি মণিপুরে গিয়ে সেখানকার পরিস্থিতি চাক্ষুস করার সিদ্ধান্ত নিল ৷ মণিপুরে আক্রান্তদের সঙ্গে কথা বলবে ইন্ডিয়ার প্রতিনিধি দল ৷

সংসদে সরব ইন্ডিয়া: প্রসঙ্গত, বুধবারই মণিপুর নিয়ে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ বিরোধী নেতারা বলেছেন যে, তাঁরা মণিপুরের পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রীর কাছ থেকে জবাব চাওয়ার জন্য অনাস্থা প্রস্তাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । মণিপুরের হিংসা নিয়ে বিশদ আলোচনা ও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধী দলগুলি রাজ্যসভাতেও বিক্ষোভ করছে ।

এই পরিস্থিতিতে এক বিরোধী নেতা বলেন, "বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদদের একটি দল 29 ও 30 জুলাই মণিপুরে সফর করবে ৷"

20 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিরোধী দলগুলি মণিপুর নিয়ে তাদের সুর চড়িয়েছে ৷ সরকারের তরফে বলা হয়েছে যে, তারা এই বিষয়ে বিতর্কের জন্য প্রস্তুত ৷ কিন্তু বিরোধী দল মুলতবি প্রস্তাবের অধীনে বিতর্কের জন্য জোর দিয়েছে । বৃহস্পতিবারও মণিপুর নিয়ে সংসদের উভয় কক্ষে বিশৃঙ্খলা দেখা দেয় ।

আরও পড়ুন:সরকারকে চাপে ফেলতে খাড়গের ঘরে বৈঠক বিরোধীদের

মণিপুরে সফর করেছেন শাহ-রাহুল: উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে মণিপুরে সফর করেছেন এবং শান্তি পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা করেছেন । গত জুন মাসে সে রাজ্যে সফরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ।

Last Updated : Jul 27, 2023, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details