পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cyclone Asani Updates : আজ সকালে জন্ম নিল অশনি, ঘূর্ণিঝড় কোন পথে ? ভাসবে বাংলা ?

গত বছরে যশের তাণ্ডব ভোলেননি রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের মানুষ ৷ বিশেষত সুন্দরবনবাসী ৷ আমফানের ক্ষতও এখনও দগদগে ৷ আজ সকালেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে অশনি ৷ এবার (Cyclone Asani Updates) ?

cyclonic storm Asani
ঘূর্ণিঝড় অশনি এখন কোথায় ?

By

Published : May 8, 2022, 12:37 PM IST

কলকাতা, 8 মে : আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেল ৷ আজ সকালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড় 'অশনি'তে ৷ এখন তা আন্দামান দ্বীপের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 380 কিলোমিটার দূরে রয়েছে ৷ হাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে যেতে পারে এবং আরও শক্তিবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে (Deep Depression over intensified into a cyclonic storm Asani to move northwestwards) ৷

তাই অশনির দাপটে বাংলা কতটা তছনছ হবে অথবা আদৌ হবে কি না, তা এখনই স্পষ্ট নয় ৷ তবে আবহাওয়া দফতরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অশনি অন্ধ্রপ্রদেশ, ওড়িশার উপকূলে পৌঁছবে ৷ তাই এই রাজ্যগুলির উপকূলবর্তী জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এমনকি দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়ের গতিপথে নজর রাখছেন ৷

আরও পড়ুন : Cyclone Asani Alert in Digha : আসছে অশনি ! বিপর্যয় মোকাবিলায় মকড্রিল দিঘায়

ইতিমধ্যে রাজ্য সরকার অশনি মোকাবিলায় ব্যবস্থা নিয়েছে । জোরকদমে চলছে প্রশাসনিক বৈঠক । খোলা হয়েছে কন্ট্রোল রুম । পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রশাসনিক স্তরে বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে ।

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে আতঙ্কিত সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ । গত বছর মে মাসেই যশ আছড়ে পড়েছিল ৷ তার আগে আমফানের স্মৃতি ও ক্ষত দুই এখনও বয়ে চলেছেন সুন্দরবনবাসী ৷ প্রতিবারই ভেঙে গিয়েছে ঘর, প্রবল জলোচ্ছ্বাসে ভেসেছে চাষের জমি । ফলে ঘূর্ণিঝড়ের কথা শুনে প্রবল দুশ্চিন্তায় ঘুম উড়েছে উপকূলের প্রত্যন্ত এলাকার চাষিদের ।

আরও পড়ুন : তছনছ গঙ্গাসাগর , কাল পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details