পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অতিসক্রিয় মৌসুমি বায়ু, পুজোর আনন্দে বাধ সাধতে পারে বৃষ্টি - deep depression on bay of bengal

একদিকে মৌসুমি বায়ুর অতিসক্রিয়তা আর অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা ৷ দুই মিলিয়ে পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি ৷

ছবি

By

Published : Sep 28, 2019, 11:55 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : আগামী পাঁচদিন রাজ্যের নানা জেলায় বৃষ্টির সম্ভাবনা ৷ পুজোতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা ৷ এমনই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফে ৷ তবে, উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ অক্ষরেখাটি রয়েছে তার গতিবিধির উপর বৃষ্টি অনেকটাই নির্ভর করবে বলে মনে করছে আবহাওয়া অফিস ।

আগামী দু'দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে তৃতীয় দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে । পাশাপাশি, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সামনের সাতদিন কলকাতাতেও বৃষ্টি হতে পারে ৷ আকাশ মেঘলা থাকবে ৷ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বৃষ্টির ফাইল ফোটো

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মৌসুমি বায়ু এই মুহূর্তে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর অত্যন্ত সক্রিয় । ফলে ইতিমধ্যেই বিহারের নানা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে । বিহারে বন্যার সতর্কতাও জারি হয়েছে । পাশাপাশি এরাজ্যের আলিপুরদুয়ার ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও অতিভারী বৃষ্টি হয়েছে । ফলে একদিকে মৌসুমি বায়ুর অতিসক্রিয়তা আর অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা ৷ দুই মিলিয়ে পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি ৷

ABOUT THE AUTHOR

...view details