পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গরমের হাঁসফাঁস থেকে মুক্তি, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ । আজ এবং আগামী দু'দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ফাইল ফোটো

By

Published : Jun 29, 2019, 8:17 PM IST

কলকাতা, 29 জুন : উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ । এর জেরে আগামী দু'দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যেই কলকাতা ও উত্তর 24 পরগনা জেলায় দু'এক পশলা বৃষ্টি হয়েছে । 2 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যারা সমুদ্রে আছে তাদের আজ সন্ধ্যার মধ্যে ফেরার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । অন্যদিকে, উত্তরবঙ্গে আজ থেকেই কমবে বৃষ্টির পরিমাণ ।

আগামীকাল কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এরই সঙ্গে দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি হবে । 1 জুলাই থেকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে । পাশাপাশি মৌসুমিবায়ু শক্তিশালী হওয়ার কারণে আন্দামান উপকূলে সমুদ্র উত্তাল হবে এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

তবে, বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমবে না । বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকার জন্য অস্বস্তি বাড়বে । আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 94 শতাংশ । আগামী কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস ।

ABOUT THE AUTHOR

...view details