ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যাদবপুরে উদ্ধার যুবতির পচাগলা দেহ, খোঁজ নেই প্রেমিকের - কলকাতায় অপরাধের খবর

যাদবপুরের বিক্রমগড় এলাকা থেকে উদ্ধার এক যুবতির পচাগলা দেহ । খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Murder in Jadavpur
প্রতীকি ছবি
author img

By

Published : Jul 15, 2020, 4:20 PM IST

কলকাতা, 15 জুলাই : আদতে নিউটাউনের বাসিন্দা । সাড়ে তিন বছর ধরে থাকতেন যাদবপুরের বিক্রমগড় এলাকায় । আত্মীয়দের দাবি, বছর তেইশের ওই যুবতি নিজের প্রেমিকের সঙ্গেই থাকতেন সেখানে । গতরাতেই উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ । গলায় ফাঁস লাগানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল দেহটি । যুবতির পরিবারের লোকেদের দাবি, খুন হয়েছেন ওই যুবতি । অভিযোগের আঙুল উঠেছে প্রেমিকের দিকে । এদিকে প্রেমিকের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি । যুবতির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

মৃতার নাম পল্লবী কর্মকার । জানা গেছে, বাড়িতে তাঁর আর্থিক অবস্থা সচ্ছল নয় । বাবা প্রয়াত হয়েছেন । নিউটাউনের বাড়িতে রয়েছেন মা এবং ভাই । ওই যুবতি তিন বছরের বেশি সময় ধরে থাকতেন 45/C বিজয়গড়ের একটি ফ্ল্যাটের চার তলায় । এলাকাবাসীদের দাবি, গত শনিবার শেষবার দেখা গেছিল তাঁকে । তারপর থেকে আর কোনও সাড়া-শব্দ নেই । ওই যুবতির মাসির মেয়ে তদন্তকারীদের জানিয়েছেন, শনিবার থেকে ফোন না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা । গতরাতে তাঁর ফ্যাট থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ওই ফ্ল্যাটের মালিক জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে 7000 টাকা ভাড়া দিতেন ওই যুবতি । পরিবারের লোকজন জানাচ্ছেন মূলত সেলাইয়ের কাজ করতেন তিনি । নিজের প্রেমিকের সঙ্গেই থাকতেন বিক্রমগড়ের বাড়িতে । যদিও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকজন যুবকের আনাগোনা ছিল ওই যুবতির ফ্ল্যাটে । ঘটনার তদন্তে নেমে এলাকার সব CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ।

এটি খুন না কি আত্মহত্যার ঘটনা তা বোঝার জন্য সবার আগে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেতে চাইছে পুলিশ । যদিও যুবতির পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে । এই খুনের পিছনে অভিযোগের আঙুল উঠছে যুবতির প্রেমিকের দিকে । আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details