বেহালা, 4 অগস্ট: বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল ব্যক্তির পচাগলা মৃতদেহ ৷ ঘটনাটি ঘটেছে বেহালার পরুই কাঁচা রোডে ৷ বছর পঞ্চান্নর ওই ব্যক্তির নাম সুজয় চক্রবর্তী ৷ স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তাঁর সাড়া পাওয়া যাচ্ছিল না । আগেও কয়েকবার এরকম ঘটনা ঘটেছে (Decomposed body found in Behala Kolkata) ।
এবারেও প্রতিবেশীরা বেশ কয়েকদিন তাঁর দেখা না পেয়ে বুধবার তাঁর বাড়িতে যান ৷ ডাকাডাকি করে কোনও উত্তর না পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা । ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ ।এরপর দরজা ভেঙে ঢুকে দেখা যায় সুজয় চক্রবর্তীর পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে ।