কলকাতা, 9 ডিসেম্বর : 8,500 শিক্ষানবিশ কর্মচারী (অ্যাপ্রেন্টিস) নিয়োগ নিয়ে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) সাম্প্রতিকতম বিজ্ঞাপন নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্যাঙ্কিং কর্মচারী মহলে । তাঁদের মতে যেখানে স্টেট ব্যাঙ্কের হাজার হাজার স্থায়ী পদ শূন্য পড়ে রয়েছে, সেখানে এই অস্থায়ী শিক্ষানবিশ কর্মচারী নিয়োগ তামাশা ছাড়া কিছুই নয় ।
এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিয়েছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার রাজ্যসভা সদস্য বিনয় বিশ্বম । চিঠিতে তিনি উল্লেখ করেন যে এই 8,500 শিক্ষানবিশ কর্মচারী নিয়োগ হবে অস্থায়ীরূপে কেবলমাত্র তিন বছরের জন্য এবং অতি অল্প বেতনে । প্রথম বছর তাঁরা মাসে পাবে মাত্র 15,000 টাকা, দ্বিতীয় বছরে 16,500 টাকা এবং তৃতীয় বছরে 19,000 টাকা । "এদের না থাকবে কোনও চাকরির নিশ্চয়তা না এরা পাবে কোনও শ্রমআইনের সুরক্ষা । স্থায়ী পদ শূন্য রেখে এইরকম অস্থায়ী নিয়োগ ব্যাঙ্কের ভবিষ্যতের পক্ষেও বিপজ্জনক । অস্থায়ী নিয়োগের অর্থই হল কর্মীদের তাঁদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করা এবং তাদের উপর কর্তৃপক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করা । তাই উক্ত 8,500 পদে স্থায়ী কর্মী নিয়োগের অনুরোধ জানাচ্ছি আপনাকে, " বিনয় বিশ্বম তাঁর চিঠিতে উল্লেখ করেন ।