কলকাতা, 29 মে : একদিকে বেড়ে চলেছে কোরোনা সংক্রমণ । অন্যদিকে আমফানের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত । এই পরিস্থিতিতে আজকের সাংবাদিক বৈঠকে রাজ্যের সরকারি দপ্তরগুলিতে কাজ স্বাভাবিক করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ।
সাংবাদিক বৈঠকের পর টুইটে মুখ্যমন্ত্রী বলেখেন, "রাজ্যে একের পর এক সংকটজনক পরিস্থিতি। এই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্যের সরকারি দপ্তরগুলিতে কর্মীসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি । 50 শতাংশ থেকে বাড়িয়ে 70 শতাংশ কর্মী দিয়ে সরকারি দপ্তর চালানো হবে । এই মুহূর্তে রাজ্য়ের যা পরিস্থিতি তা দ্রুত স্বাভাবিক করাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর ফলে পরিষেবারগুলি নিরবচ্ছিন্নভাবে শুরু করা যাবে ।"