পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা পুলিশের পাশাপাশি সিআইডিও জিজ্ঞাসাবাদ করতে পারে দেবাঞ্জনকে - debanjan deb

আসানসোল থেকে গ্রেফতার হওয়া ভুয়ো আধিকারিকের সঙ্গে কি দেবাঞ্জন দেবের কোনও আঁতাত আছে ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য পুলিশের গোয়েন্দা ও কলকাতা পুলিশের গোয়েন্দাদের মাথায় ৷ প্রয়োজনে দেবাঞ্জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করকে পারে রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷

সিআইডি
সিআইডি

By

Published : Jun 25, 2021, 1:20 PM IST

কলকাতা, 25 জুন : আসানসোল থেকে মাস দেড়েক আগেই গ্রেফতার করা হয় এক ভুয়ো আইএএস আধিকারিককে ৷ তারপর কসবা থেকে গ্রেফতার করা হয় ভুয়ো টিকাকাণ্ডে জড়িত দেবাঞ্জন দেবকে ৷ দেবাঞ্জনও নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিত ৷ এখানেই প্রশ্ন উঠছে ,তাহলে কী ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে আসানসোলের ধৃতের কোনও সংযোগ আছে ?

রাজ্য পুলিশের গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল, রাজ্যে ভুয়ো আইএএস সেজে চক্র চালাচ্ছে একাধিক ব্যক্তি ৷ সেইমতো তদন্ত শুরু করে তারা ৷ পাশাপাশি দেবাঞ্জনকেও জোরকদমে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ৷ উঠে এসেছে একাধিক নয়া তথ্য ৷ দেবাঞ্জনের সঙ্গে আসানসোলের ভুয়ো আইএএসের কোনও যোগ আছে কিনা , সেবিষয়েও বারবার জিজ্ঞাসা করা হয় ৷ কিন্তু এখনও পর্যন্ত সেবিষয়ে কোনও তথ্য উঠে আসেনি ৷ এর পাশাপাশি আসানসোল থেকে ধৃত ব্যক্তিকেও দেবাঞ্জনের সঙ্গে কোনও যোগ আছে কিনা সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কিন্তু এখনও তার কাছ থেকেও কোনও সদুত্তর মেলেনি ৷

আরও পড়ুন :খামখেয়ালি জীবন, পুলিশি জেরায় কবুল কসবা টিকাকাণ্ডে মূল অভিযুক্তের

ভবানী ভবন সূত্রে খবর , দেবাঞ্জনকে জিজ্ঞসাবাদ করে গোয়েন্দাদের হাতে একাধিক নথি হাতে এসেছে ৷ এই কাণ্ডের সঙ্গে একাধিক ভুয়ো চক্র জড়িত থাকতে পারে ৷ যতক্ষণ না পর্যন্ত দেবাঞ্জনের কাছ থেকে পুরো তথ্য উঠে আসছে , ততদিন জেরা চলবে ৷

অন্যদিকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ দেবাঞ্জন কাণ্ডের বেশ কিছু নথিপত্রও ইতিমধ্যে লালবাজার থেকে ভবানী ভবনে চাওয়া হয়েছে ৷ প্রয়োজনে দেবাঞ্জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details