পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Debanjan Deb : সংশোধনাগারে ফোঁটা নিলেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মাথা দেবাঞ্জন - bhai phonta

ভাইফোঁটা উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্সি সংশোধনাগারের তরফে। জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রায় ২১০০ বন্দির মধ্যে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল ১০০০ জন আবাসিক।

Debanjan Deb
সংশোধনাগারে ফোঁটা নিলেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মাথা দেবাঞ্জন

By

Published : Nov 6, 2021, 5:16 PM IST

কলকাতা, 6 নভেম্বর : প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের কাছ থেকে ভাইফোঁটা নিল রাজ্যে সাড়া ফেলা দেওয়া জাল ভ্যাকসিন কাণ্ডের নায়ক দেবাঞ্জন দেব। তবে বোন বা দিদির থেকে নয়, সংশোধনাগারের মধ্যে দেবাঞ্জনকে ফোঁটা দিল জেলের অন্য কয়েদিরা। তবে শুধুই যে দেবাঞ্জনের কপালে ফোঁটা পড়েছে তেমনটা নয়, ফোঁটা পড়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রায় হাজারেরও বন্দি বা আবাসিকের কপালে।

এদিন ভাইফোঁটা উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্সি সংশোধনাগারের তরফে। জানা গিয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রায় ২১০০ বন্দির মধ্যে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল ১০০০ জন আবাসিক। কিন্তু প্রশ্ন উঠতেই পারে কেন পুরুষরাই পুরুষদের ফোঁটা দিলেন? এই বিষয় প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্ত্তী ইটিভি ভারতকে জানান, যেহেতু প্রেসিডেন্সি সংশোধনাগারে কোনও মহিলা বন্দি নেই। ফলে এই ব্যবস্থা ৷

আরও পড়ুন : দুর্গাপুরে ‘দুয়ারে ভাইফোঁটা’ পালন তৃণমূল কর্মীদের

ধূপ, প্রদীপ জ্বালিয়ে একে অন্যের মাথায় ধান দূর্বা দিয়ে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হল এই ভাইফোঁটা। ভ্রাতৃত্বের এই অনুষ্ঠান এদিন প্রায় ঘন্টা দু'য়েক ধরে চলে। বিশেষ দিনে জেলের মধ্যে ফোঁটা পেয়ে খুশি জেল আবাসিকরাও।

ABOUT THE AUTHOR

...view details