পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Debangshu on Arpita: 'এত চাহিদা কীসের ভাই ?' অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন দেবাংশু - তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য

বর্তমানে চর্চিত নাম অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 21 কোটি 22 লক্ষ টাকা। পরবর্তীকালে গ্রেফতার করা হয় পার্থ 'ঘনিষ্ঠ' এই অর্পিতাকে। ইতিমধ্যেই দলের পক্ষ থেকে এই বিষয়ে কোনওরকম দায়িত্ব নেওয়া হয়নি। আর এবার এ নিয়ে টুইট করে সরব হলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya on Arpita Mukherjee Arrests) ।

Debangshu on Arpita
অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন দেবাংশু

By

Published : Jul 23, 2022, 10:37 PM IST

কলকাতা, 23 জুলাই: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে প্রায় 13টি জায়গা তল্লাশি চালায় ইডি। তল্লাশি চালানো হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর সেই সূত্র ধরেই ইডির আধিকারিকরা পৌঁছন পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়িতে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় 21 কোটি 22 লক্ষ টাকা। তবে এই বিশাল অঙ্কের টাকার দায় নেয়নি তৃণমূল। আর এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya on Arpita Mukherjee Arrests)।

দেবাংশু সোশাল মিডিয়ায় লেখেন, "সিপিএম পরিচালিত তৎকালীন বালি পৌরসভার সামান্য ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটের বাথরুমের কমোড ও পাইপ থেকে 20 কোটি টাকা উদ্ধার হয়েছিল। সামান্য ইঞ্জিনিয়ারের..!! এই অর্পিতা কিংবা ওই ইঞ্জিনিয়ারের মত লোকেরা কি টাকা ভাত দিয়ে খায় ? এত চাহিদা কীসের ভাই ? কীসের জন্য লাগে এত টাকা ? সাধারণভাবে বাঁচতে কত দরকার ?? ভগবান জানে !"

দেবাংশু সোশাল মিডিয়ায় লিখেছেন

আরও পড়ুন:দোষী সাব্যস্ত হলে তবেই পার্থর বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানাল তৃণমূল

প্রসঙ্গত, 2015 সালে বালি পৌরসভার (বর্তমানে হাওড়া পৌরসভার অন্তর্ভুক্ত) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণব অধিকারীর বাড়ি থেকে কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার করেছিল পুলিশ। ঘরের সোফা, বাথরুমের কমোড, মেঝের টাইলস এইসব জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়েছিল।

ABOUT THE AUTHOR

...view details