কলকাতা, 23 জুলাই: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে প্রায় 13টি জায়গা তল্লাশি চালায় ইডি। তল্লাশি চালানো হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর সেই সূত্র ধরেই ইডির আধিকারিকরা পৌঁছন পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়িতে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় 21 কোটি 22 লক্ষ টাকা। তবে এই বিশাল অঙ্কের টাকার দায় নেয়নি তৃণমূল। আর এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya on Arpita Mukherjee Arrests)।
দেবাংশু সোশাল মিডিয়ায় লেখেন, "সিপিএম পরিচালিত তৎকালীন বালি পৌরসভার সামান্য ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটের বাথরুমের কমোড ও পাইপ থেকে 20 কোটি টাকা উদ্ধার হয়েছিল। সামান্য ইঞ্জিনিয়ারের..!! এই অর্পিতা কিংবা ওই ইঞ্জিনিয়ারের মত লোকেরা কি টাকা ভাত দিয়ে খায় ? এত চাহিদা কীসের ভাই ? কীসের জন্য লাগে এত টাকা ? সাধারণভাবে বাঁচতে কত দরকার ?? ভগবান জানে !"