পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Debangshu in TMC IT Cell: তৃণমূলে এবার পূর্ণাঙ্গ আইটি ও সোশাল মিডিয়া সেল, বড় দায়িত্বে দেবাংশু - তৃণমূলের আইটি সেল

তৃণমূলের পূর্ণাঙ্গ আইটি ও সোশাল মিডিয়া সেলের দায়িত্ব দেওয়া হল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে ৷ মোট 37 জনকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য কমিটি গঠন করেছেন ৷

Etv Bharat
দেবাংশু ভট্টাচার্য

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 1:19 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেই বিজেপির সঙ্গে লড়াই করতে বিরোধী রাজনৈতিক দলগুলির পুরোদস্তুর আইটি টিম তৈরির বিষয়ে আলোচনা হয়েছিল। এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে বিজেপির আইটি সেল প্রচার করে তাকে টেক্কা দিতে পেশাদার সেল প্রয়োজন বলে মমতা মনে করেন।

এই সূত্র ধরেই বুধবার 37 জনের একটি সোশাল মিডিয়া ও আইটি সেল গঠন করলেন মমতা। পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করে এই কমিটির দায়িত্ব দিলেন দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে। বিরোধীদের 'মিথ্যা প্রচার' প্রতিরোধ করে সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা সকলের কাছে তুলে ধরাই হবে এই নয়া সেলের কাজ।

দেবাংশু বলেন, "বিরোধী দল-সহ অনেকেই সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে বাংলাকে এবং তৃণমূল কংগ্রেসের বদনাম করার চেষ্টা করছে। রাজ্যের শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই এর বিরুদ্ধে লড়াই করছে। আগামিদিনে আরও সুগঠিত উপায়ে একই কাজ হবে তবে। এবার কমিটি গঠন করে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক দল এগোবে ।"

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমো এই নিয়ে যে কমিটি গঠন করেছেন তাতে বহু বিশিষ্ট জন রয়েছেন । সকলেই নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী। তাঁদের প্রধান কাজ হবে বিজেপির মিথ্যা প্রচারের যোগ্য জবাব দেওয়া। পাশাপাশি, তথ্য তুলে ধরে মানুষকে দেখানো হবে কীভাবে মিথ্যার বেসাতি পরিবেশিত হচ্ছে।

দেবাংশু আরও বলেন, "সোশাল মিডিয়া থেকেই আমাকে মানুষ চিনেছেন। অনেকের ভালোবাসা পেয়েছি। দায়িত্ব দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু কাজটা সহজ নয়। সামনেই লোকসভা নির্বাচন। বিজেপির সক্রিয়তা বাড়বে। আমাদের সতর্ক থাকতে হবে। নতুন দায়িত্ব মানে নতুন কিছু করার সুযোগ। আশা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার মূল্য দিতে পারব ।"

আরও পড়ুন : দেখতে গোলগাল-নাদুসনুদুস, নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে 'নিরুদ্দেশ ক্যাম্পেন' তৃণমূলের আইটি সেলের

ABOUT THE AUTHOR

...view details