কলকাতা, 6 সেপ্টেম্বর: মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেই বিজেপির সঙ্গে লড়াই করতে বিরোধী রাজনৈতিক দলগুলির পুরোদস্তুর আইটি টিম তৈরির বিষয়ে আলোচনা হয়েছিল। এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে বিজেপির আইটি সেল প্রচার করে তাকে টেক্কা দিতে পেশাদার সেল প্রয়োজন বলে মমতা মনে করেন।
এই সূত্র ধরেই বুধবার 37 জনের একটি সোশাল মিডিয়া ও আইটি সেল গঠন করলেন মমতা। পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করে এই কমিটির দায়িত্ব দিলেন দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে। বিরোধীদের 'মিথ্যা প্রচার' প্রতিরোধ করে সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা সকলের কাছে তুলে ধরাই হবে এই নয়া সেলের কাজ।
দেবাংশু বলেন, "বিরোধী দল-সহ অনেকেই সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে বাংলাকে এবং তৃণমূল কংগ্রেসের বদনাম করার চেষ্টা করছে। রাজ্যের শাসক হিসেবে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই এর বিরুদ্ধে লড়াই করছে। আগামিদিনে আরও সুগঠিত উপায়ে একই কাজ হবে তবে। এবার কমিটি গঠন করে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক দল এগোবে ।"